This Article is From Feb 23, 2019

"পাঠানপুত্র কি তাঁর কথা রাখবেন?", পুলওয়ামা নিয়ে ইমরানকে কটাক্ষ মোদীর

শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রীতিমত চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের দিকে।

ইমরান খান প্রধানমন্ত্রী হওয়ার পর তাঁর সঙ্গে কথাবার্তাকেও স্মরণ করেন মোদী।

হাইলাইটস

  • ইমরান খানের জয়ের পর তাঁর সঙ্গে কী কথা হয়েছে মোদীর, তাও স্মরণ করেন তিনি
  • ইমরান খান বলেছিলেন, তিনি পাঠান পুত্র। সত্যি কথা বলেন ও কাজও করেন
  • পুলওয়ামার পর তিনি তাঁর কথা রাখবেন কি না, তাই দেখার: মোদী
টঙ্ক, রাজস্থান:

শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রীতিমত চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের দিকে। তাঁর উদ্দেশে বললেন, পুলওয়ামায় জঙ্গি হানার অভিযোগ যাদের বিরুদ্ধে, পারলে তাদের শাস্তি দিন। রাজস্থানের টঙ্কে একটি সভা থেকে ভাষণ দিতে গিয়ে গত বছর ইমরান খান পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার পর তাঁকে শুভেচ্ছা জানানোর মুহূর্তটি স্মরণ করেন নরেন্দ্র মোদী। "আমি তাঁকে বলেছিলাম, এর আগে ভারত ও পাকিস্তানের মধ্যে বহুবার যুদ্ধ হয়েছে। পাকিস্তান একবারও যুদ্ধ করে কিছু পায়নি। প্রতিবার জিতেছে ভারত। আমি ওঁকে বলেছিলাম, দারিদ্র্য এবং অশিক্ষার বিরুদ্ধে যুদ্ধ করুন। উনি আমাকে জবাবে বলেছিলেন, 'মোদীজি, আমি পাঠানের ছেলে। আমি সত্যি কথা বলি এবং সত্যি কাজ করি'। আজ তো সময় এসে গিয়েছে যে কথাগুলো তিনি বলেছিলেন, তা রাখার। আমিও দেখব, তিনি এখন তাঁর কথাগুলো রাখতে পারেন কি না", বলেন নরেন্দ্র মোদী।

v18t0cj8

পুলওয়ামার জঙ্গিহানায় প্রাণ হারান ৪০জন সেনা জওয়ান।

প্রসঙ্গত, গত ১৪ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার, জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা জেলায় ৪০ জনের বেশি সিআরপিএফ জওয়ান শহিদ হন জঙ্গি হানায়। পাক জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ এই ঘটনার দায় স্বীকার করার পরই ভারত জঙ্গি হানার ইস্যুতে আন্তর্জাতিক মহল থেকে পাকিস্তানের ওপর চাপ সৃষ্টি করতে থাকে। যদিও, এই জঙ্গি হানার দায় ইমরান খান সহ পাকিস্তান অস্বীকার করে বলে, ভারত কোনও আক্রমণ চালালে তা প্রতিহত করবে তারা।

.