This Article is From Sep 02, 2019

Amit Shah: মহারাষ্ট্রে বিজেপি সভাপতি, বিঁধলেন শরদ পাওয়ার ও পৃথ্বীরাজকে

অমিত শাহ (Amit Shah) বলেন, ‘‘যদি বিজেপি তার দরজা পুরোপুরি খুলে দেয়, কেবল শরদ পাওয়ার আর পৃথ্বীরাজ চৌহান ছাড়া ওই দলে আর কেউ থাকবে না।''

Amit Shah: মহারাষ্ট্রে বিজেপি সভাপতি, বিঁধলেন শরদ পাওয়ার ও পৃথ্বীরাজকে

দক্ষিণ মহারাষ্ট্রের সোলাপুরে এসেছেন বিজেপি সভাপতি অমিত শাহ।

হাইলাইটস

  • কংগ্রেস ও এনসিপিকে বিঁধলেন অমিত শাহ
  • ওই দুই দলের নেতাদের বিজেপিতে যোগ দেওয়ার প্রসঙ্গে খোঁচা দিলেন তিনি
  • বছরেরে শেষে মহারাষ্‌ট্রে নির্বাচন
সোলাপুর/মহারাষ্ট্র:

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) রবিবার কংগ্রেস ও শরদ পাওয়ারের (Sharad Pawar) ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি বা এনসিপিকে বিঁধলেন। দক্ষিণ মহারাষ্ট্রের সোলাপুরে তিনি কংগ্রেস নেতাদের বিজেপিতে যোগ দেওয়ার প্রসঙ্গে খোঁচা দিলেন। ১ আগস্ট রাজ্যের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ ‘মহাজনাদেশ যাত্রা'-র সূচনা করেন। রবিবার কংগ্রেস হেভিওয়েট ন‌েতা সুশীলকুমার শিন্ডের কেন্দ্রতে দাঁড়িয়ে এক সমাবেশে অমিত শাহ বলেন, ‘‘যদি বিজেপি তার দরজা পুরোপুরি খুলে দেয়, কেবল শরদ পাওয়ার আর পৃথ্বীরাজ চৌহান ছাড়া ওই দলে আর কেউ থাকবে না।'' প্রসঙ্গত, শরদ পাওয়ার এনসিপির সভাপতি এবং কংগ্রেস নেতা পৃথ্বীরাজ চৌহান প্রাক্তন মুখ্যমন্ত্রী।

মোদি সরকারের চূড়ান্ত অব্যবস্থাপনার ফলেই দেশ ডুবে যাচ্ছে মন্দায়: মনমোহন সিং

দুই দলই, বিশেষ করে এনসিপি থেকে বহু নেতা শিবসেনা ও বিজেপিতে যোগ দিয়েছেন। সামনেই সে রাজ্যের নির্বাচন।

রবিবারই পাওয়ারের দলের দুই বিধায়ক, যাঁরা তাঁর ঘনিষ্ঠ বলে পরিচিত, তাঁরাও বিজেপিতে যোগ দিয়েছেন। তাঁরা বিজেপি সভাপতি অমিত শাহর উপস্থিতিতে বিজেপিতে যোগ দেন। তাঁরা ছাড়াও এক কংগ্রেস বিধায়ক জয়কুমার গোরেও বিজেপিতে যোগ দিয়েছেন।

অজয় দেবগণ ও টাবুর গান পোস্ট করে রবিবারকে স্বাগত জানালেন Smriti Irani

তার আগের দিন‌, শনিবার পাওয়ার-ঘনিষ্ঠ আর এক এনসিপি নেতা যোগ দিয়েছেন বিজেপিতে।

কংগ্রেস থেকেও শীর্ষ নেতারা গেরুয়া শিবিরে যোগ দিয়েছেন। এঁদের মধ্যে অন্যতম মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী নারায়ণ রানে ও রাধাকৃষ্ণ ভিখে পাটিল।



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
.