This Article is From Oct 01, 2019

তৃণমূল যতই বিরোধিতা করুক, নাগরিকত্ব আইন আনবই: কলকাতায় অমিত শাহ

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) জানিয়ে দিলেন, শরণার্থীদের তিনি আশ্বস্ত করতে এসেছেন যে, তাঁদের কাউকেই দেশ ছাড়তে হবে না।

কলকাতায় নাগরিক পঞ্জি নিয়ে বক্তব্য রাখলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

মঙ্গলবার কলকাতায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) জানিয়ে দিলেন, তিনি বাংলার জনতা তথা সমস্ত শরণার্থীদের, বিশেষ করে হিন্দু শরণার্থীদের আশ্বস্ত করতে এসেছেন যে, তাঁদের কাউকেই ভারত সরকার দেশ ছাড়তে বাধ্য করবে না। এমন স্পর্শকাতর বিষয় নিয়ে রাজনীতি করার নিন্দা করেন তিনি। তিন‌ি রাজ্যের শাসক তৃণমূল দলের প্রতিবাদকে ‘কুমিরের কান্না' বলে অভিহিত করেন। তিনি বলেন, নাগরিক সংশোধনী বিল পাস করার মাধ্যমে বিভিন্ন দেশ থেকে আগত হিন্দু, জৈন, বৌদ্ধ, শিখ শরণার্থীদের চিরকালের জন‌্য ভারতের নাগরিকত্ব দিয়ে দেওয়া হবে। শরণার্থীদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘‘নরেন্দ্র মোদি সরকার এই বিল‌ নিয়ে আসবে। আর তারপর ভারতের মাটিতে আমার যেমন অধিকার, আপনাদেরও তেমনই থাকবে।''

বিজেপি সভাপতি বল‌েন, তৃণমূল কংগ্রেস এর আগে এই নাগরিকত্ব সংশোধনী বিল পাস করতে দেয়নি। এখন তারাই ‘কুমিরের কান্না' কাঁদছে। তিনি বলেন, ‘‘তবে আজ পরিস্থিতি বদলেছে। তৃণমূল যতই বিরোধিতা করুক, এটা পাস হবেই।''

এরই পাশাপাশি ‌নাগরিক পঞ্জি নিয়ে অমিত শাহ বলেন, ‘‘দিদি যতই বলুন, এটা উনি বাংলায় করতে দেবে না, আমরা সব বেআইনি অনুপ্রবেশকারীকে তাড়াব।''

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে তিনি বলেন, যখন বামফ্রন্ট শাসন ছিল রাজ্যে, সে সময় মমতা বন্দ্যোপাধ্যায় একরকম কথা বলতেন। তিনি দাবি করেন, ‘‘২০০৫ সালের ৪ আগস্ট মমতা বন্দ্যোপাধ্যায় কী বলেছিলেন সেটা ওঁর আবার দেখা উচিত। তিনি তখন বলেছিলেন এদের তাড়ানো হোক। এখন অন্য কথা বলছেন ভোট পাওয়ার জন্য।''

তিনি আরও বলেন, দেশের থেকে কখনও রাজনৈতিক স্বার্থ বড় হতে পারে না। তাঁর দাবি, যখনই দেশের স্বার্থ এসেছে তখন তাঁদের সরকার বিজেপির স্বার্থ দেখেননি। তিনি জানান, ‘‘আমি বাংলার জনতাকে বলি, দেশের সুরক্ষা নিশ্চিত করতেই এই বিল পাস করতে হবে।''

তিনি বিজেপি কর্মীদের আহ্বান জানান, রাজ্যের প্রতিটি মানুষের ঘরে গিয়ে তাঁদের আতঙ্কিত হতে বারণ করে এব্যাপারে আশ্বস্ত করতে।

.