This Article is From Jul 13, 2019

দেখুন: রোদচশমা পরে ঝাড়ু হাতে সংসদে ঝাঁট দিলেন সাংসদ হেমা মালিনী

ধূসর কুর্তা ও কালো পায়জামা পরিহিত হেমা ও অর্থ প্রতিমন্ত্রী অনুরাগ ঠাকুর ঝাড়ু হাতে সংসদ চত্বর পরিষ্কার করতে নেমে পড়লেন

দেখুন: রোদচশমা পরে ঝাড়ু হাতে সংসদে ঝাঁট দিলেন সাংসদ হেমা মালিনী

বিজেপি সাংসদ হেমা মালিনী ও অর্থ প্রতিমন্ত্রী অনুরাগ ঠাকুর সংসদের সামনে রাস্তা পরিষ্কার করলেন

হাইলাইটস

  • হেমা মালিনী চোখে রোদচশমা পরে সংসদ চত্বর পরিষ্কার করলেন
  • এটি আয়োজিত হয় লোকসভার স্পিকারের নেতৃত্বে
  • হেমার সঙ্গে ছিলেন অর্থ প্রতিমন্ত্রী অনুরাগ ঠাকুরও
নয়াদিল্লি:

বিজেপি (BJP) সাংসদ হেমা মালিনী (Hema Malini) ও অর্থ প্রতিমন্ত্রী অনুরাগ ঠাকুর (Anurag Thakur) ঝাড়ু হাতে সংসদ চত্বর পরিষ্কার করতে নেমে পড়লেন। শনিবার সকালে দেখা গেল এই দৃশ্য। ধূসর কুর্তা ও কালো পায়জামা পরিহিত হেমা এই কাজে যোগ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) ‘স্বচ্ছ ভারত অভিযান'-এর অংশ হিসেবে। মথুরার সাংসদ হেমা চোখে রোদচশমা পরে অনুরাগের সঙ্গে সংসদের সামনে রাস্তা পরিষ্কার করলেন। অনুরাগ এবিষয়ে একটি টুইটও করেন। সেই টুইটে তিনি লেখেন, ‘‘ভারতকে পরিষ্কার, সুন্দর ও সহনীয় রাখাটা আসলে একটা বিনিয়োগ। আমাদের প্রজন্মের ভাল থাকা ও উন্নতি এবং ভবিষ্যতের জন্যও... #SwachhAbhiyan প্রতিদিন, সর্বত্র। এটা আমাদের বাড়ি।‌'' এই অভিযান আয়োজিত হয় লোকসভার স্পিকারের নেতৃত্বে।

‘স্বচ্ছ ভারত অভিযান' প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্বপ্নের প্রকল্প। এর লক্ষ্য ভারতে স্বাস্থ্যব্যবস্থার স্তরের উন্নতি এবং দেশকে খোলা শৌচমুক্ত করা। ২০১৪ সালে ক্ষমতায় আসার পর এই অভিযান শুরু করে মোদি সরকার।

“জয় শ্রীরাম” বলতে কাউকে জোর করা উচিত নয়: NDTV কে বললেন মুক্তার আব্বাস নাকভি

২০১৯ সালের ২ অক্টোবর দেশের গ্রামীণ অঞ্চলে ৯ কোটি শৌচাগার বানানোর কথা বলা হয় সেই প্রকল্পে। ২০১৮ সালের ২ অক্টোবরের মধ্যে সেই লক্ষ্যমাত্রা প্রায় পূরণ হয়ে গিয়েছে।

এবারের বাজেট ভাষণে নতুন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এ প্রসঙ্গটি উত্থাপন করে বলেন, ‘‘স্বচ্ছ ভারত অভিযান দেশের চৈতন্য স্পর্শ করতে পেরেছে স্বাস্থ্য ও পরিবেশগত সুবিধাপ্রাপ্তির মাধ্যমে।

বাপুকে ‘অপমান করায়' সাধ্বীকে কোনও দিনে ক্ষমা করবেন না মোদী

২০১৪ সালে এই প্রকল্প শুরু হয়। ২০১৪ সালের ২ অক্টোবর থেকে এখনও পর্যন্ত ৯.৬ কোটি শৌচাগার তৈরি করার মাধ্যমে সেই প্রকল্প সাফল্যমণ্ডিত হয়েছে।''

এই প্রকল্প এতটাই জনপ্রিয় হয় যে তা নিয়ে একটি ছবিও তৈরি হয় বলিউডে।

.