This Article is From Dec 26, 2018

সিয়াচেনে বরফের মধ্যে ১৮ হাজার ফুট আটকে থাকা হেলিকপ্টারকে বেস ক্যাম্পে ফেরাল সেনা

রেকর্ড করল ভারতীয় সেনা। ১৮ হাজার ফুট উঁচুতে আটকে থাকা হেলিকপ্টারকে নীচে নামানো  হল।

সিয়াচেনে বরফের মধ্যে ১৮ হাজার ফুট  আটকে থাকা হেলিকপ্টারকে বেস ক্যাম্পে ফেরাল সেনা

ভারত এবং মাত্র  কয়েকটি দেশ  ছাড়া  অন্য কেউ এত উঁচুতে  সেনা অভিযান করে না।

হাইলাইটস

  • ১৮ হাজার ফুট উঁচুতে আটকে থাকা হেলিকপ্টারকে নীচে নামানো হল
  • সিয়াচেনে এই ঘটনা ঘটিয়ে রেকর্ড করল ভারতীয় সেনা
  • আধিকারিকদের অক্লান্ত পরিশ্রমের ফলে চপারটিকে উদ্ধার করা সম্ভব হল
নিউ দিল্লি:

রেকর্ড করল ভারতীয় সেনা। ১৮ হাজার ফুট উঁচুতে আটকে থাকা হেলিকপ্টারকে নীচে নামানো  হল। ফিরিয়ে নিয়ে আসা হল বেসক্যাম্পে। সিয়াচেনে এই ঘটনা ঘটিয়ে রেকর্ড  করল ভারতীয় সেনা। সেনা  সূত্রে খবর, গত জানুয়ারি মাস থেকে এই এএলএইচ ধ্রুব চপারটি আটকে ছিল।  চপারে কয়েকটি  যান্ত্রিক ত্রুটি থাকায় খান্ডা নামে এক জায়গায় সেটিকে  ল্যান্ড করাতে হয়। কিন্তু সেটি ‘সফট স্নো' না হওয়াতে সমস্যা দানা বাঁধে। গোটা চপারের আশপাশ ঢেকে যায়  বরফে। সেই তখন থেকে চপারটিকে বের করে  নিয়ে  আসার কাজ শুরু হয়। কিন্তু জুন মাস পর্যন্ত কোনও  সাফল্য পায়নি সেনা। পরবর্তী সময়ে  সেনা  জওয়ান এবং আধিকারিকদের  অক্লান্ত পরিশ্রমের ফলে চপারটিকে উদ্ধার  করা সম্ভব হয়। প্রাক্তন বায়ুসেনা কর্তা পি কে ভারালি বলেন,  এই অপারেশনের সঙ্গে যুক্ত অনেককেই আমি চিনি। আমার মনে  হয় ভারতীয় সেনার কাছে  কিছুই অসম্ভব নয়।

১৮ হাজার ফুট উচুতে আটকে থাকা কোনও  হেলিকপ্টারকে নামিয়ে  আনা  বিশ্ব রেকর্ড করার মতোই। তার একটা বড় কারণ ভারত এবং মাত্র  কয়েকটি দেশ  ছাড়া  অন্য কেউ এত উঁচুতে  সেনা অভিযান করে না।  ভারতের চিতা  এবং চেতক যুদ্ধ বিমান উড়ে যায় ২৩ হাজার ফুট উচ্চতা দিয়ে।

 

 

.