This Article is From Nov 30, 2019

দক্ষিণ সিয়েচেনে তুষারধস, মৃত্যু হল দুই সেনা জওয়ানের

সমুদ্রপৃষ্ঠ থেকে ১৮,০০০ হাজার ফুট উচ্চতায় দক্ষিণ সিয়াচেনের ওই অঞ্চল বিশ্বের উচ্চতম যুদ্ধক্ষেত্র। শনিবার ধস নামে এখানে।

দক্ষিণ সিয়েচেনে তুষারধস, মৃত্যু হল দুই সেনা জওয়ানের

তুষারবন্দি অবস্থা থেকে সেনাদের উদ্ধার করে হেলিকপ্টারে হাসপাতালে পৌঁছে দেওয়া হয়। (ফাইল)

নয়াদিল্লি:

দক্ষিণ সিয়াচেনে (Southern Siachen Glacier) তুষারধসের (Avalanche) জেরে মৃত্যু হল দুই সেনা জওয়ানের। শনিবার ওই ধস নামে। সমুদ্রপৃষ্ঠ থেকে ১৮,০০০ হাজার ফুট উচ্চতায় দক্ষিণ সিয়াচেনের ওই অঞ্চল বিশ্বের উচ্চতম যুদ্ধক্ষেত্র। শনিবার ধস নামে এখানে।

তুষারপাত উদ্ধাকারী দল এআরটি ধস নামার সঙ্গে সঙ্গে উদ্ধারকার্য শুরু করে এবং সকলকে উদ্ধার করতে সক্ষম হয়।

তুষারবন্দি অবস্থা থেকে সেনাদের উদ্ধার করে হেলিকপ্টারে হাসপাতালে পৌঁছে দেওয়া হয়। দু'জন সেনার মৃত্যু হয় চিকিৎসা চলাকালীন।

.