This Article is From May 29, 2020

পরিযায়ী শ্রমিকদের কোভিড সংক্রমণকারী হিসেবে দেগে দেওয়া অন্যায়: রাজ্যপালের খোঁচা রাজ্য সরকারকে

এদিন তিনি টুইট করে জানান, ‘‘যে পরিযায়ী শ্রমিকরা রাজ্যে ফিরে আসছেন, তাঁরা আমাদের আপনজন। ওঁরা আমাদের সম্পদ, কেউ ফেলনা নন।’’

পরিযায়ী শ্রমিকদের কোভিড সংক্রমণকারী হিসেবে দেগে দেওয়া অন্যায়: রাজ্যপালের খোঁচা রাজ্য সরকারকে

আবারও রাজ্য সরকারকে খোঁচা দিলেন রাজ্যপাল জগদীপ ধনখড়।

আবারও রাজ্য সরকারকে খোঁচা দিলেন রাজ্যপাল জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar)। এবার রাজ্যে পরিযায়ী (Migrant) শ্রমিকদের ফেরানো নিয়ে তিনি সমালোচনা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) সরকারের। টুইট করে তিনি জানালেন, পরিযায়ী শ্রমিকরা ফেলনা নন। তাঁরা রাজ্যের সম্পদ। শুক্রবার সকালে এভাবেই টুইট করে রাজ্য সরকারকে আরও একবার আক্রমণ করলেন তিনি। এদিন তিনি টুইট করে জানান, ‘‘যে পরিযায়ী শ্রমিকরা রাজ্যে ফিরে আসছেন, তাঁরা আমাদের আপনজন। তাঁরা পেটের দায়ে রাজ্য ছাড়তে বাধ্য হয়েছিলেন। ওঁরা আমাদের সম্পদ, কেউ ফেলনা নন। আমাদের ছেলেমেয়েরা প্রতিকূল পরিস্থিতিতে পড়ে নিজেদের ঘরে, আপনজনের কাছে ফিরতে চাইতেই পারেন। বিশ্বব্যাপী মহামারীর প্রেক্ষাপটে নিজেদের বাড়ি ফিরে আসলে তাঁদের উষ্ণ আমন্ত্রণ প্রাপ্য। তাঁদেরকে কোভিড সংক্রমণকারী হিসেবে দেগে দেওয়া অন্যায়, অত্যন্ত হতাশাব্যঞ্জক এবং হৃদয়বিদারক। মানবিক মূল্যবোধ অটুট রেখেও কোভিড-১৯ সংক্রান্ত সমস্ত নিয়মাবলী এবং নির্দেশ মেনে চলা যায়।''

এর আগে গত বুধবার একটি টুইট করে রাজ্যপাল ঘূর্ণিঝড় আমফানের ধাক্কায় বিপর্যস্ত রাজ্যের মানুষদের হাতে আরও বেশি করে ত্রাণ পৌঁছে দেওয়ার আহ্বান জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। পাশাপাশি তিনি মুখ্যমন্ত্রীর কাছে আর্জি জানান এই সময় এমন একটা বিষয় নিয়ে রাজনীতি না করার।

তিনি অভিযোগ করেন, কলকাতা এবং তার বাইরের বিভিন্ন অঞ্চলের ভয়াবহ দুর্ভোগের তথ্যগুলি সমস্ত সামনে আনতে চান না মুখ্যমন্ত্রী। এমনকী, সংবাদমাধ্যমের সামনে কথা বলার মতো যথেষ্ট সময়ও নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে।

গত বছর রাজ্যপাল হিসেবে দায়িত্বগ্রহণ করার পর থেকেই বারবার রাজ্য সরকারের সঙ্গে সংঘাতে জড়িয়েছেন তিনি।

.