This Article is From Apr 13, 2020

গুগল ডুডলে হৃদয়ের লাবডুব, ইমোজিতে ভালোবাসা চিকিৎসক, নার্সদের

সমস্ত চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীদের এবার একরাশ ভালোবাসা, ধন্যবাদ উপহার দিল গুগল (Google)। ডুডলে (doodle) হার্ট ইমোজি দিয়ে।

গুগল ডুডলে হৃদয়ের লাবডুব, ইমোজিতে ভালোবাসা চিকিৎসক, নার্সদের

ডুডলে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীদের ধন্যবাদ

মহামারীতে দিনরাত এক করে যাঁরা সেবা করছেন করোনা (coronavirus) রোগীদের, সুস্থ করছেন বা সুস্থ রাখার চেষ্টা করছেন সবাইকে সেই সমস্ত চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীদের এবার একরাশ ভালোবাসা, ধন্যবাদ উপহার দিল গুগল (Google)। ডুডলে (doodle) হার্ট ইমোজি দিয়ে। এভাবেই দেশের দুর্দিনে অতন্দ্র প্রহররীর মতো জেগে থাকা চিকিৎসা পরিষেবার সঙ্গে যুক্ত সমস্ত কর্মীদের সংস্থার কুর্নিশ। কারণ, সেবা ধর্মে দিক্ষীত এই মানুষগুলি কিন্তু নিজেদের প্রাণ সংশয়ের কথা একবারের জন্যেও এই সময়ে ভাবছেন না। 

ইংরেজিতে 'India' বানান ভুল! ভারতীয়দের কাছে ফের হাসির খোরাক পাক মন্ত্রী

যদিও নিঃস্বার্থ কাজ সত্ত্বেও, অনেক স্বাস্থ্যসেবা কর্মী ভাইরাসের বাহক হওয়ার অভিযোগে নির্যাতন ও সামাজিক নির্যাতনের মুখোমুখি হয়েছেন। এমন সময়ে গুগল একাধিক ডুডল বানিয়ে চিকিৎসক ও চিকিৎসা কর্মীদের মনোবল বাড়িয়ে তুলছে। নতুন ডুডলে গুগল মানব সমাজের হয়ে প্রশংসা ও সম্মান জানিয়েছে তাঁদের। 

গুগল লিখেছে, "কোভিড -১৯ বিশ্বব্যাপী মানব সম্প্রদায়ের উপর যেমন প্রভাব ফেলছে, লোকেরা একে অপরকে এখনকার চেয়ে আরও বেশি পরিমাণে সাহায্য করতে এগিয়ে আসছে। আমরা তাই যাঁরা আমাদের প্রাণ বাঁচাচ্ছেন তাঁদের নতুন রে চিনতে, জানতে ও সম্মান জানাতে একটি ডুডল সিরিজ চালু করছি।" এই সিরিজটি চিকিৎসক, বিজ্ঞানী, শিক্ষক, সমাজকর্মী এবং যারা প্রয়োজনীয় জিনিসপত্র এবং পরিষেবা দিচ্ছেন তাঁদের সম্মান জানাবে।

লকডাউনেও বসে নেই স্মৃতি ইরানি, মাস্ক তৈরি শেখাচ্ছেন সোশ্যালে

এদিকে, সর্বশেষ খবর অনুযায়ী দেশে করোনা (Coronavirus) আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৮,৩৫৬। মৃত ২৭৩। রবিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক একথা জানিয়েছে। সেই মন্ত্রক আরও জানিয়েছে, নতুন করে ৯০৯ জন আক্রান্ত হয়েছেন এবং ৩৪ জন মারা গিয়েছেন। শনিবার ১৩টি রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে করোনা পরিস্থিতি নিয়ে ভিডিও বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরপরই তিনি ইঙ্গিত দেন দেশব্যাপী চলতে থাকা লকডাউন আরও দু'সপ্তাহ বাড়তে পারে।

Click for more trending news


.