This Article is From Feb 04, 2020

সামাজিক সিংহি! শাবকদের নিয়ে রোদ পোহাতে বেড়িয়ে বাইককে রাস্তা ছাড়ল Gir-এর "মহারানী"

দুপুরের খাবার খেয়ে হয়তো ভাতঘুম দেওয়ার আগে 'তিনি' (lioness with cubs) রোদ পোহাতে বেড়িয়েছিল। সঙ্গে ছিল দুটি ছানাও

সামাজিক সিংহি! শাবকদের নিয়ে রোদ পোহাতে বেড়িয়ে বাইককে রাস্তা ছাড়ল Gir-এর

সেই ভিডিওতে দেখা গিয়েছে কাঁচা রাস্তায় এক সিংহি ও তার শাবকের সামনে এসে পড়েছে একটা বাইক।

হাইলাইটস

  • শাবকদের নিয়ে ঘুরতে বেড়িয়ে সামনে আসা বাইককে রাস্তা ছাড়ল গিরের সিংহি
  • টুইটারে শেয়ার হওয়া এই ভিডিও ঘিরে বেশ উচ্ছ্বসিত পশুপ্রেমীরা
  • মানুষ বনাম বন্যপ্রাণের লড়াইয়ে অনেক সামাজিক বন্যপ্রাণ, দাবি নেটিজেনদের
গির (গুজরাত):

দুপুরের খাবার খেয়ে ভাতঘুম দেওয়ার আগে  হয়তো 'তিনি' (lioness with cubs) রোদ পোহাতে বেড়িয়েছিল। সঙ্গে ছিল দুটি ছানাও। কিন্তু হঠাৎই দেখা গেল গির অভয়ারণ্যে (Gir National Park), তার এলাকায় অযাচিত ভাবে ঢুকে পড়েছে একটা বাইক (a farmer on a bike)। এবার, একদিকে সঙ্গে দুই শাবক আর সামনে একটা বাইক। যে কিনা আবার 'অযাচিত'। সেসময় সব মা আত্মরক্ষার্থে যা করত, সেই সিংহিও তাই করল। একটুও উত্তেজিত না হয়ে, শাবকদের নিয়ে রাস্তার ধারে সরে ওই বাইকের সওয়ারি স্থানীয় এক কৃষককে যাওয়ার পথ তৈরি করে দিল সেই সিংহি। গির অভয়ারণ্যের সাম্প্রতিক এই ভিডিও দেখে বেশ উৎসাহিত পশুপ্রেমীরা। অনেকে আবার বলছে, বিষয়টা উলটো হলে মানুষের হাতে প্রাণ হারাতে হতো ওই বন্যপ্রাণকে। কিন্তু এখানে যথেষ্ট সামাজিকতার নিদর্শন রাখল সেই সিংহি। রাজ্যসভার সাংসদ পরিমল নাথয়ানি টুইটারে ওই ভিডিও শেয়ার করেছেন। সেই ভিডিওর নীচে তিনি লিখেছে, দেখুন কী সুন্দর! কোনও দ্বন্দ্বে না গিয়ে মানুষের জন্য রাস্তা করে দিল ওই সিংহি। যা দেখে নেটিজেনরা বলছেন, 'মানুষ বনাম বন্যপ্রাণ'-এর লড়াইয়ে, বন্যপ্রাণ অনেক বেশি সামাজিক। এই ভিডিও তাঁর প্রমাণ।

প্রায় ৮ হাজার জন ইতিমধ্যে ওই ভিডিও দেখে ফেলেছেন। হাজার জনের বেশি শেয়ার করেছে সেই ভিডিও। লাইকের সংখ্যাও কয়েক হাজার। কেউ কেউ আবার মন্তব্য করেছেন, এভাবে মানুষেরও উচিত সামাজিক থেকে বন্যপ্রাণ রক্ষা করা। 

আপনি এই ভিডিও দেখে কী ভাবছেন। মতামত জানান, মন্তব্য ক্ষেত্রে।  

Click for more trending news


.