தமிழில் படிக்க हिंदी में पढ़ें
This Article is From May 27, 2019

‘শোচনীয়’: গুরগাঁওয়ে মুসলিম ব্যক্তির উপরে আক্রমণের পরে বললেন গৌতম গম্ভীর

গুরগাঁওতে এক মুসলমান ব্যক্তির উপরে একদল উন্মত্ত যুবকের চড়াও হওয়াকে কেন্দ্র করে বিজেপির নব নির্বাচিত সাংসদ গৌতম গম্ভীর তাঁর ক্ষোভ ব্যক্ত করলেন।

Advertisement
অল ইন্ডিয়া

পূর্ব দিল্লি থেকে জাতীয় নির্বাচনে বিজয়ী প্রার্থী গৌতম গম্ভীর (ফাইল)

নয়াদিল্লি:

গুরগাঁওতে এক মুসলমান ব্যক্তির উপরে একদল উন্মত্ত যুবকের চড়াও হওয়াকে কেন্দ্র করে বিজেপির (BJP) নব নির্বাচিত সাংসদ প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীর (Gautam Gambhir) তাঁর ক্ষোভ ব্যক্ত করলেন। অভিযোগ, ওই ব্যক্তির মাথার টুপি খুলে দিয়ে তাঁকে ‘জয় শ্রী রাম' বলতে বলা হয়। পূর্ব দিল্লি থেকে জাতীয় নির্বাচনে (National Election 2019) বিজয়ী প্রার্থী গৌতম গম্ভীর টুইট করে এই ঘটনায় ‘দৃষ্টান্তমূলক পদক্ষেপ' দাবি করেন। তিনি লেখেন—‘‘আমরা একটি ধর্মনিরপেক্ষ দেশ।'' আজ সকালে করা টুইটে গৌতম তাঁর ক্ষোভ উগরে দিয়ে লেখেন— ‘‘গুরুগ্রামে মুসলিম ব্যক্তির মাথার টুপি খুলে নেওয়া হল, ‘জয় শ্রী রাম' বলতে বলা হল। এটা শোচনীয়। গুরুগ্রাম কর্তৃপক্ষের উচিত দৃষ্টান্তমূলক পদক্ষেপ গ্রহণ করা। আমরা একটি ধর্মনিরপেক্ষ দেশ যেখানে জাভেদ আখতার লেখেন ‘ও পালনহারে, নির্গুণ অউর ন্যায়ারে' এবং রাকেশ ওমপ্রকাশ মেহরা ‘দিল্লি ৬' ছবিতে আমাদের উপহার দেন ‘আর্জিয়া'র মতো গান।''

সমন সত্ত্বেও সিবিআইয়ের হাজিরা এড়ালেন রাজীব কুমার

আরও একটি টুইটে তিনি লেখেন— ‘‘ধর্মনিরপেক্ষতা সম্পর্কিত আমার বিশ্বাসের অনুপ্রেরণা পেয়েছি মাননীয় প্রধানমন্ত্রী শ্রী মোদীর মন্ত্র সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস।''

অভিযোগ, গত শনিবার রাতে নমাজ সেরে ফেরার পথে এক মুসলিম যুবক আক্রান্ত হন। কয়েকজন তাঁকে ঘিরে ধরে মাথার টুপি খুলে দেয়। তাঁকে ‘জয় শ্রী রাম' বলতে বলে।

তৃতীয় সন্তানের ভোটাধিকার থাকা উচিত নয়ঃ রামদেব

Advertisement

মহম্মদ বারাকত আলম নামের সেই যুবক জানিয়েছেন, চার থেকে পাঁচ জনের একটি দল তাঁর উপরে চড়াও হয়। এবং তাঁর মাথার টুপি খুলে ফেলে দিয়ে হুকুম করে ‘জয় শ্রী রাম' মন্ত্র জপ করতে। তাঁর অভিযোগ, তিনি তা করতে রাজি না হলে তাঁকে টানাহ্যাঁচড়া করা হয়।

NDTV-কে তিনি বলেন, ‘‘আমি নমাজ সেরে ফিরছিলাম। তখনই এক ব্যক্তি আমার কাছে এসে বলে আমার টুপি পরার অনুমতি নেই। আমি সেটা খুলতে অসম্মত হলে সে আমার মাথার পিছনে আঘাত করে এবং সেটা খুলে ফেলে দেয়। আর আমাকে গালাগালি করতে শুরু করে।''

Advertisement

তাঁর অভিযোগ, তিনি সাহায্যের জন্য আবেদন করলেও কেউই এগিয়ে আসেনি। তিনি বলেন, ‘‘তারপর ওরা আমাকে ‘জয় শ্রী রাম' বলতে বলে। আমি বলি, ‘আমি কেন?' এরপরই ওরা আমাকে মারতে শুরু করে, আমার কুর্তা ছিঁড়ে দেয়।''

তিনি জানান, এরপরই দুষ্কৃতীরা পালিয়ে যায়। বেশির ভাগই মোটরসাইকেলে ছিল। একটি পুলিশ কেস ফাইল করা হয়েছে। অভিযুক্তদের এখনও সনাক্ত করা যায়নি।

Advertisement