This Article is From May 27, 2019

তৃতীয় সন্তানের ভোটাধিকার থাকা উচিত নয়ঃ রামদেব

দেশের জনসংখ্যা নিয়ন্ত্রণ (Pollution Control) করতে নিদান দিলেন যোগগুরু রামদেব (Ramdev)। 

তৃতীয় সন্তানের ভোটাধিকার থাকা উচিত নয়ঃ রামদেব

শুধু ভোটাধিকার নয় তৃতীয় সন্তানকে অন্য কোনও সরকারি সুবিধা দিলেও হবে না

হাইলাইটস

  • দেশের জনসংখ্যা নিয়ন্ত্রণ করতে নিদান দিলেন যোগগুরু রামদেব
  • তৃতীয় সন্তানের ভোটাধিকার আইন করে বন্ধ করা উচিতঃ মোদী
  • দেশের সর্বত্র মদের প্রস্তুতি এবং বিক্রি বন্ধ করার কথাও বলেন তিনি
হরিদ্বার:

দেশের জনসংখ্যা নিয়ন্ত্রণ (Pollution Control) করতে নিদান দিলেন যোগগুরু রামদেব (Ramdev)।  তিনি বললেন সরকারের উচিত তৃতীয় সন্তানের ভোটাধিকার আইন করে বন্ধ  করা। এ ব্যাপারে নতুন আইন আনা প্রয়োজন বলে মনে করেন তিনি। তাছাড়া দেশের সর্বত্র মদের প্রস্তুতি এবং বিক্রি বন্ধ করার কথাও বলেন তিনি। যোগগুরু রবিবার বলেন, ৫০ বছর বাদে দেশের জনসংখ্যা ১৫০ কোটি হওয়া উচিত। তার বেশি  হলে সমস্যা হবে। আর জনসংখ্যা নিয়ন্ত্রণ করতে সরকারকেই পদক্ষেপ করতে হবে। যদি আইন করে তৃতীয় সন্তানের ভোটাধিকার বন্ধ না করা যায় তাহলে এটা সম্ভব  নয়। শুধু ভোটাধিকার নয় তৃতীয় সন্তানকে অন্য কোনও সরকারি সুবিধা দিলেও হবে না। যোগ গুরু মনে করে এ ধরনের ব্যবস্থা  চালু  করা গেলে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই কম  সংখ্যক সন্তানকে পৃথিবীর জন্ম দেবেন। 

আত্মঘাতী মুম্বইয়ের তরুণী চিকিৎসক, নেপথ্যে জাতি বিদ্বেষমূলক মন্তব্য

এর পাশাপাশি গো নিধনের উপরও সম্পূর্ণ নিষেধাজ্ঞা চান  রামদেব। তাঁর  মনে হয় একমাত্র এভাবেই  গো রক্ষক এবং গো মাংস পাচারকারীদের মধ্যে  থাকা সংঘাত থেকে মক্ত হওয়া যায়। চাইলে কেউ অন্য কোনও মাংস খেতে পারে। অন্যদিকে মদ বন্ধ করার ব্যাপারে তিনি বলেন, ইসলাম প্রধান দেশে মদ বন্ধ করা গেলে আমাদের এখানে কেন সম্ভব হবে না?

.