This Article is From May 29, 2019

কলকাতার পার্ক সার্কাসে আগুন, ঘটনাস্থলে ১২টি ইঞ্জিন

Park Circus Fire; কলকাতার পার্ক সার্কাসে আগুন, ঘটনাস্থলে ১২টি ইঞ্জিন

কলকাতার পার্ক সার্কাসে আগুন, ঘটনাস্থলে ১২টি ইঞ্জিন

আজ দুপুরে আগুন লেগে যায় পার্ক সার্কাসে

হাইলাইটস

  • আজ দুপুরে দক্ষিণ কলকাতার পার্ক সার্কাসে একটি গুদামঘরে আগুন লেগে যায়।
  • হতাহতের কোনও খবর নেই।
  • ঘটনাস্থলে ১২টি দমকল।
কলকাতা:

আজ দুপুরে দক্ষিণ কলকাতার (Kolkata) পার্ক সার্কাস অঞ্চলে (Park Circus) একটি গুদামঘরে আগুন (Fire) লেগে যায়। সরকারি সূত্রে এ খবর জানা গিয়েছে। আরও জানা যাচ্ছে, অন্তত ১৫ জন অগ্নি নির্বাপক কর্মী ঘটনাস্থলে উপস্থিত থেকে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।  রাইফেল রেঞ্জ রোডের উপরে অবস্থিত ওই গুদামঘরে বাঁশ ও প্লাইউড মজুত থাকত। আগুনে তার একাংশ পুড়ে গিয়েছে। কলকাতা পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, ওই দুর্ঘটনায় কোনও হতাহতের খবর মেলেনি। জ্বলন্ত গুদামঘরে কেউ আটকেও নেই। পূর্ব রেলওয়ের শিয়ালদহ দক্ষিণ শাখার রেললাইনের কাছেই ওই গুদামটি অবস্থিত। তবে ট্রেন চলাচলে কোনও বিঘ্ন ঘটেনি, কেননা গুদামটি শিয়ালদহ দক্ষিণ শাখার রেললাইন থেকে নিরাপদ দূরত্বে রয়েছে। পূর্ব রেলওয়ের মুখপাত্র নিখিল চক্রবর্তী এই কথা জানিয়েছেন।

প্রসঙ্গত, গত ১৪ মে বাজ পড়ে বৈদিক ভিলেজ স্পা রিসর্টে আগুন লেগেছিল। কলকাতার বিমান বন্দর থেকে ওই রিসর্টের দূরত্ব প্রায় ২০ মি‌নিট। 

.