This Article is From Jul 08, 2019

রোজভ্যালিকাণ্ডে মদন মিত্রকে জিজ্ঞাসাবাদ ইডির

কলকাতা ও ভুবনেশ্বরে রোজভ্যালি কর্ণধারের বিরুদ্ধে একাধিক চার্জশিটও জমা দিয়েছে ইডি।

রোজভ্যালিকাণ্ডে মদন মিত্রকে জিজ্ঞাসাবাদ ইডির

চারঘন্টারও বেশী সময় ধরে মদন মিত্রকে জিজ্ঞাসাবাদ করেন ইডি আধিকারিকরা। (ফাইল ছবি)

কলকাতা:

রোজভ্যালিকাণ্ডে তৃণমূল নেতা মদন মিত্রকে জিজ্ঞাসাবাদ করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, সূত্র মারফৎ এমনটাই জানা গিয়েছে। সংবাদসংস্থা পিটিআইকে ইডি সূত্র জানিয়েছে, রোজভ্যালিকাণ্ডে এই প্রথমবার জিজ্ঞাসাবাদ করা হল মদন মিত্রকে, এবং তাঁর বয়ান রেকর্ড করা হয়েছে। চারঘন্টারও বেশী সময় ধরে তাঁকে জিজ্ঞাসাবাদ করেন ইডি আধিকারিকরা। ২০১৪-এ সারদাকাণ্ডে, পরিবহনমন্ত্রী থাকাকালীন গ্রেফতার করা হয় মদন মিত্রকে। ২১ মাসেরও বেশী সময় জেলবন্দি থাকার পর জামিন পান তিনি।

আগাম জামিনের আবেদনে অতিরিক্ত সময় চেয়ে সুপ্রিম কোর্টে রাজীব কুমার

ইডির অনুমান, সারদার প্রায় পাঁচগুণ আর্থিক তছরুপ হয়েছে রোজভ্যালিকাণ্ডে। রোজভ্যালি গ্রুপের কর্ণধার গৌতম কুণ্ডুকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। পাশাপাশি হোটেল, রিসর্টসহ গৌতম কুণ্ডুর প্রায় ২,৩০০ কোটি টাকার সম্পত্তি অ্যাটাচ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।  

সারদা মমালায় সিবিআইকে সিটের ‘বাধা', দুঃখজনক বিষয় মন্তব্য সুপ্রিম কোর্টের

কলকাতা ও ভুবনেশ্বরে রোজভ্যালি কর্ণধারের বিরুদ্ধে একাধিক চার্জশিটও জমা দিয়েছে ইডি।



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
.