১৩ ফেব্রুয়ারি প্রথমে সল্টলেকের সেক্টর ফাইভ থেকে যুব ভারতী ক্রীড়াঙ্গন পর্যন্ত মেট্রো পরিষেবা চালু করা হয়
কলকাতা: যুবভারতী ক্রীড়াঙ্গন থেকে ফুলবাগান পর্যন্ত ইস্ট-ওয়েস্ট মেট্রোর (East-West Metro) কাজ শুক্রবার খতিয়ে দেখবেন রেল সুরক্ষা কমিশনার, বুধবার এমনটাই জানিয়েছেএক আধিকারিক। বর্ধিত ওই অংশ এবং ফুলবাগান স্টেশনের (Phoolbagan station) সমস্ত সুরক্ষা ব্যবস্থা খতিয়ে দেখবেন তিনি, বুধবার এমনটাই জানিয়েছেন মেট্রো রেলের এক আধিকারিক। তাঁরা জানিয়েছেন, রেল সুরক্ষা কমিশনারের ছাড়পত্র পেলেই সেক্টর ফাইভ থেকে ফুলবাগান পর্যন্ত মেট্রো পরিষেবা চালু করা হবে। ১৩ ফেব্রুয়ারি প্রথমে সল্টলেকের সেক্টর ফাইভ থেকে যুব ভারতী ক্রীড়াঙ্গন পর্যন্ত ৪.৮৮ কিলোমিটার মেট্রো পরিষেবা চালু করা হয়। গত অগস্টে বউবাজার এলাকায় সুড়ঙ্গ খোঁড়ার কাজ করার সময় পাইপ ফেটে গিয়ে দুর্ঘটনা ঘটে।
তার জন্য ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজ প্রায় এক বছর পর্যন্ত দেরি হতে পারে আশঙ্কা করছেন আধিকারিকরা।
(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)