This Article is From Oct 26, 2019

Diwali 2019: দুয়ারে থাক রঙ্গোলি, সবাইকে বলুন শুভ দীপাবলি

আলোর পাশাপাশি যদি রঙিন রঙ্গোলি দিয়ে ঘর সাজাতে চান তাহলে আপনার জন্য রইল রঙ্গোলির ডিজাইন

Diwali 2019: দুয়ারে থাক রঙ্গোলি, সবাইকে বলুন শুভ দীপাবলি

Rangoli Designs For Diwali 2019: ঘর সাজান রঙ্গোলির এই ডিজাইনে

হাইলাইটস

  • ২৫ অক্টোবর ধনতেরাস
  • দীপাবলি পালিত হবে ২৭ অক্টোবর
  • দীপাবলির সন্ধেয় আরাধনা করা হয় সৌভাগ্যের দেবী লক্ষ্মীর

শুধু প্রদীপে নয়, অনেকে দীপাবলিতে ঘরের সামনে রঙ্গোলি আঁকতে ভালোবাসেন। কেউ ভালোবাসেন ফুল দিয়ে আঁকতে। কেউ রঙ বা চালের গুঁড়ো দিয়ে। সাধারণত, যে কোনও উৎসবেই রঙ্গোলিকে (Rangoli on Diwali) শুভ প্রতীক হিসেবে মানা হয়। এবছর ধনতেরাস (Dhanteras 2019) পালিত হয়েছে শুক্রবার। দীপাবলি পালিত হবে আগামীকাল, রবিবার। আলোর পাশাপাশি যদি রঙিন রঙ্গোলি দিয়ে ঘর সাজাতে চান তাহলে আপনার জন্য রইল রঙ্গোলির ডিজাইন (Diwali Rangoli Designs)---  

Viral Video:দীপাবলিতে বলিউডি হিন্দি গানের সুরে নাচছেন "American Divas"!

রঙ্গোলির ডিজাইন

এখন ব্যস্ততার ফাঁকে কেউ আর নিজের হাতে রঙ্গোলি আঁকতে পারেন না। কিন্তু তার মধ্যেও সময় বের করে যাঁরা রঙ্গোলি আঁকতে চান তাঁদের জন্য রইল এই নকশা। এছাড়া, সময় বাঁচাতে বাজারে এখন রেডিমেড রঙ্গোলি পাওয়া যায়। যার মাঝখানে প্রদীপ বসানো থাকে। কিনে এনে তাকে বাড়ির দরজার সামনে সাজিয়ে প্রদীপ জ্বালালেই রঙিন আপনার দীপাবলি।

ইস্টবেঙ্গল আর ‘কোলাম'-এ শ্যামা আরাধনা নিমতা সার্বজনীন শ্যামাপূজা কমিটির

Choti Diwali 2019: কেন সবাই পালন করেন ভূত চতুর্দশী? জানেন এর গুরুত্ব?

এটিও অনবদ্য- 

সৌভাগ্য-সমৃদ্ধি চান? জেনে নিন কী কিনবেন, কিনবেন না ধনতেরাসে...

একা নন, দেবী কালীকা চার বোনকে নিয়ে পূজিতা হন কোথায়?

দীপাবলিতে বানান স্পেশ্যাল মিষ্টি 

কী কী লাগবে

অড়হড়ের ডাল ২ কাপ (দু-রাত জলে ভেজানো)
চিনি ৩ কাপ
জল দেড় কাপ
জাফরান অল্প
এলাচগুঁড়ো আধ চা-চামচ
ঘি ৫০০ গ্রাম

'দিওয়ালি কা সফর', বাড়ি থেকে যাঁরা দূরে তাঁদের শুভেচ্ছা জানিয়েছেন?

কীভাবে বানাবেন

১. ডাল ধুয়ে মিক্সিতে বেটে জাফরান মেশান। 

২. ডালে অল্প জল মিশিয়ে ভালো করে ফেটিয়ে নিন। 
৩. এবার ভালো করে ফুটিয়ে নিন।
৪. জলে চিনি মিশিয়ে ফুটিয়ে রস বানিয়ে নিন।
৫. রস ঘন হওয়ার পর নামানোর আগে এলাল গুঁড়ো মিশিয়ে নিন। 
৬. এবার কড়ায় ঘি গরম করে ডালের টুকরো ভেজে নিন।
৭. মুচমুচে হলে নামিয়ে রসে ফেলুন।.
৮. ভালো করে রস ঢোকার পর তুলে পরিবেশন করুন।

Click for more trending news


.