This Article is From Apr 15, 2020

দীপিকা পাড়ুকোন একজন জন্মগত মডেল, নিজেই দেখে নিন প্রমাণ

কালো পোশাক পরিহিত ছোট্ট দীপিকাকে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে মাথায় কালো টুপি পরে। সেই সঙ্গে কালো জুতো। সব মিলিয়ে দীপিকাকে চমৎকার দেখাচ্ছে ছবিটিতে।

দীপিকা পাড়ুকোন একজন জন্মগত মডেল, নিজেই দেখে নিন প্রমাণ

এই ছবিটিই বুধবার শেয়ার করেন দীপিকা পাড়ুকোন।

হাইলাইটস

  • বুধবার দীপিকা পাড়ুকোন ইনস্টাগ্রামে এই ছবিটি শেয়ার করেন
  • পুরনো এই ছবি দেখে মুগ্ধ নেটিজেনরা
  • ছবিতে দীপিকাকে আরও দুই খুদে মডেলের সঙ্গে দেখা গিয়েছে
নয়াদিল্লি:

দীপিকা পাড়ুকোনের (Deepika Padukone) সাম্প্রতিক ইনস্টাগ্রাম (Instagram) পোস্টটি দেখেছেন? সত্যিই চমকে যাবেন। বুধবার অভিনেত্রী তাঁর পুরনো জীবন, মডেলিংয়ের ডায়রির পুরনো পাতা নাড়াচাড়া করতে করতে এই ছবিটি খুঁজে পেয়েছেন। ছবিটি সত্যিই পুরনো। কোনও এক পত্রিকার পাতায় প্রকাশিত হয়েছিল এই বিজ্ঞাপনটি। সেখানে কালো পোশাক পরিহিত ছোট্ট দীপিকাকে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে আরও দুই খুদে মডেলের সঙ্গে। দীপিকার মাথায় কালো টুপি। সেই সঙ্গে কালো জুতো। সব মিলিয়ে দীপিকাকে চমৎকার দেখাচ্ছে ছবিটিতে। মডেল হিসেবে কেরিয়ার শুরুর আগে দুইটি বিজ্ঞাপনে শিশু মডেল হিসেবে দেখা গিয়েছিল দীপিকাকে। দেখে নিন সেই ‘থ্রোব্যাক' ছবিটি: 

বৈশাখী শুভেচ্ছায় বিগ বি, রেখা! সোশ্যালে বার্তা হেমা-অজয়-নেহা-অঙ্গদ বেদীর

Started young...

A post shared by Deepika Padukone (@deepikapadukone) on


অভিনয়ে আসার আগে মডেলিং করতেন দীপিকা। প্রয়াত ডিজাইনার ওয়েন্ডেল রডরিক্সের শোয়ে তাঁকে র‌্যাম্পে হাঁটতে দেখা গিয়েছিল। সেই ছবি দেখিয়েই মালাইকো অরোরা তাঁর নাম প্রস্তাব করেন ফারহা খানকে, তাঁর ‘ওম শান্তি ওম' ছবির জন্য। ২০০৭ সালে ওই ছবির মধ্যে দিয়েই বলিউডে আত্মপ্রকাশ দীপিকার।

এরপর দীপিকা তাঁর দ্বিতীয় ছবি ‘বাঁচনা অ্যায় হাসিনো'-তে রণবীর কাপুরের সঙ্গে অভিনয় করেন। এরপর ‘লাভ আজকাল', ‘কার্তিক কলিং কার্তিক', ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি', ‘চেন্নাই এক্সপ্রেস', ‘বাজিরাও মস্তানি', ‘পদ্মাবতী'-র মতো নানা ছবিতে অভিনয়ের সুবাদে বলিউডে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে যান। ‘রিটার্ন অফ জেন্ডার কেজ' ছবির মাধ্যমে হলিউডেও কাজ করেছেন তিনি।

এই মুহূর্তে কবীর খানের ‘‘৮৩'' ও ২০১৫ সালের হলিউড ছবি ‘দ্য ইন্টার্ন' ছবির হিন্দি রিমেকে কাজ করছেন তিনি।

.