This Article is From Jun 25, 2020

কোভিড- ১৯ সঙ্কটে স্বল্পমেয়াদি স্বাস্থ্য বিমা করালে পাবেন এই সব সুবিধা

COVID- 19 Health Insurance: করোনা পরিস্থিতি বিবেচনা করে আইআরডিএআই দেশের বিমা সংস্থাগুলিকে স্বল্প মেয়াদি স্বাস্থ্য বীমা নীতি চালু করার অনুমতি দিয়েছে

কোভিড- ১৯ সঙ্কটে স্বল্পমেয়াদি স্বাস্থ্য বিমা করালে পাবেন এই সব সুবিধা

IRDAI: কোভিড -১৯ পরিস্থিতিতে স্বাস্থ্য বিমার জন্যে একটি নির্দিষ্ট নীতিমালা তৈরির নির্দেশিকা জারি (প্রতীকী ছবি)

হাইলাইটস

  • কোভিড- ১৯ এর সময় স্বাস্থ্য সুরক্ষায় আলাদা বিমা
  • IRDAI একটি নয়া নির্দেশিকা জারি করেছে
  • দেশের বিমা সংস্থাগুলো এই স্বল্পমেয়াদি বিমা চালু করতে পারবে

Covid-19 Health Insurance: দেশের করোনা সংক্রমণের বাড়বাড়ন্তের সময় নিজের ও পরিবারের স্বাস্থ্য নিয়ে একটু বেশি করে ভাবার সময় এসেছে। কোভিড- ১৯ এর আক্রমণের সঙ্গে যুঝতে আপনিও পেতে পারেন বিমা সহায়তা (COVID- 19 Health Insurance)। কেননা ইতিমধ্যেই চালু করা হয়েছে এমন একটি স্বল্পমেয়াদি স্বাস্থ্য বিমা (Short Term Health Insurance) যা করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসার অর্থ জোগাবে, এবং তাঁদের মৃত্যুতে ক্ষতিপূরণও দেবে পরিবারকে। ইনশিওরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভলপমেন্ট অথরিটি অফ ইন্ডিয়া (IRDAI) এখন বিমা সংস্থাগুলিকে কোভিডের জন্যে স্বল্প মেয়াদি স্বাস্থ্য বিমা করার অনুমতি দিয়েছে। আইআরডিএআই এই বিষয়ে ২৩ জুন একটি বিজ্ঞপ্তি জারি করে যা ২০২১ সালের ৩১ মার্চ পর্যন্ত কার্যকর থাকবে। তবে পরবর্তীতে আইআরডিএআই পরিস্থিতি বিবেচনা করে এটির মেয়াদ আরও বাড়িয়ে দিতে পারে।

একদিনের মধ্যে ১৬,০০০ এরও বেশি মানুষ করোনা আক্রান্ত, মোট ৪.৭৩ লক্ষ

এই বিজ্ঞপ্তিতে আইআরডিএআই বলেছে যে 'কোভিড -১৯ মহামারীর মধ্যে এই রোগের জন্যে বিমা কভারেজ পেতে এই মুহুর্তে স্বল্পমেয়াদি স্বাস্থ্য বিমা পলিসি বেশ সহায়ক হতে পারে, সুতরাং সমস্ত বিমা সংস্থাই (জীবন, জেনারেল এবং স্বাস্থ্য বিমা) এই নির্দেশিকা অনুযায়ী কোভিড -১৯ এর চিকিৎসায় স্বল্প মেয়াদি স্বাস্থ্য বিমা চালু করতে পারবে।' 

করোনা সতর্কতায় আইআইটি বম্বেতেও এখন সব ক্লাস হবে অনলাইনেই

জেনে নিন কোভিড- ১৯ স্বল্পমেয়াদের স্বাস্থ্য বিমার বৈশিষ্ট্যগুলো:

এই স্বল্পমেয়াদি স্বাস্থ্য বিমা পলিসিটি আপাতত ১২ মাসের মেয়াদে তৈরি করা একটি স্বাস্থ্য বিমা।

এই বিমা আপনি ব্য়ক্তিগতও করতে পারেন আবার গোটা পরিবারের জন্যেও করতে পারেন। 

এই বিমাটি নূন্যতম ৩ মাসের  আগে এবং ১১ মাসের পরে আর আপনাকে স্বাস্থ্যসুরক্ষা দেবে না। 

এই বিমার সব সুবিধায় শুধুমাত্র কোভিড -১৯ রোগীর জন্যেই প্রযোজ্য।

এই বিমায় কোনও অন্য অতিরিক্ত সুবিধা মিলবে না।

এই বিমা, সারা জীবনের জন্যে পুনর্নবীকরণ, মাইগ্রেশন এবং পোর্ট করা যাবে না।

শুধুমাত্র ভারতীয় নাগরিকরাই এই বিমা করাতে পারবেন। হেল্থ কভারেজ পাবেন বয়স, কোথাও বাইরে গেছেন কিনা সেই সব তথ্য বিবেচনা করে।

 

.