This Article is From Apr 25, 2020

ভারতে ২৪,৫০৬ জন করোনা আক্রান্ত; মৃত্যু ৭৭৫ জনের, গত ২৪ ঘণ্টায় মৃত ৫৭

Coronavirus Cases, India: গত ১৪ দিনে এখনও পর্যন্ত ৮০টি জেলায় কোনও করোনা সংক্রমণের ঘটনা সামনে আসেনি, জানিয়েছে কেন্দ্রীয় সরকার

ভারতে ২৪,৫০৬ জন করোনা আক্রান্ত; মৃত্যু ৭৭৫ জনের, গত ২৪ ঘণ্টায় মৃত ৫৭

Coronavirus Cases in India: ২৪,০০০ পেরিয়ে গেলো দেশে করোনা আক্রান্তের সংখ্যা

হাইলাইটস

  • দেশ জুড়ে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে, মোট আক্রান্ত ২৪,৫০৬ জন
  • ওই মারণ ভাইরাস এখনও পর্যন্ত প্রাণ কেড়েছে ৭৭৫ জনের
  • বিশ্বেও করোনা ত্রাস, মোট আক্রান্ত ২৮ লক্ষেরও বেশি, মৃত ১.৯ লক্ষেরও বেশি
নয়া দিল্লি: ভারতে করোনা ভাইরাসে (Coronavirus Cases In India) আক্রান্তের সংখ্যা বেড়ে হল ২৪,৫০৬ জন, শনিবার জানিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। এখনও পর্যন্ত এদেশে ওই রোগের (Coronavirus) কারণে মৃত্যু হয়েছে মোট ৭৭৫ জনের। গত ২৪ ঘণ্টার হিসেবে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন দেশের ১৪২৯ জন মানুষ এবং আরও ৫৭ জনের (Coronavirus India Deaths) মৃত্যুর খবর পাওয়া গেছে। ২৫ মার্চ থেকে টানা লকডাউন চলছে দেশে, এর জেরে ধুঁকছে দেশের অর্থব্যবস্থা। তবে ধীরে ধীরে করোনা সংক্রমিত নয় এমন এলাকাগুলোতে শিথিল হচ্ছে বিধিনিষেধ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক নয়া নির্দেশিকায় জানিয়েছে করোনার প্রভাবহীন অঞ্চলগুলোতে নির্দিষ্ট শর্ত মেনে লোকালয়ের মধ্যে কিছু দোকান খোলা যাবে। তবে শপিং মলগুলো বন্ধই থাকবে বলে জানিয়েছে কেন্দ্র। এদিকে করোনার আক্রমণ থেকে বেঁচে ফিরে আসা মানুষজনের সংখ্যা ক্রমেই বাড়ছে। সরকার জানাচ্ছে, শনিবার সকাল পর্যন্ত COVID- 19 এর সঙ্গে লড়াই করে সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা ২০.৬৬ শতাংশ।

দেখে নিন ১০ টি পয়েন্ট:

  1. করোনা ভাইরাসকে রুখতে জারি লকডাউনের মধ্যেই শর্তসাপেক্ষে কিছু কিছু দোকান খোলার অনুমতি দিল স্বরাষ্ট্রমন্ত্রক। তবে কোনওভাবেই শপিং মল খোলা যাবে না। সরকার রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে বলেছে, হটস্পট নয় এমন এলাকায় খোলা যাবে দোকান। যে দোকানগুলো খোলা হবে সেখানে কর্মচারীদের ৫০ শতাংশ কাজ করতে পারবে। তাঁদের অবশ্যই মাস্ক পরে থাকতে হবে ও নিজেদের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে, জানিয়েছে কেন্দ্র।

  2. এদিকে শুক্রবার সারা দিনে দেশে নতুন করে করোনা ভাইরাসের আক্রান্ত হয়েছেন ১,৭৫২ জন। একদিনে আক্রান্তের নিরিখে এই সংখ্যা সর্বাধিক। মারা গিয়েছেন ৩৭ জন। করোনা সংক্রমণ দ্বিগুণ হওয়ার সময় এখন ৭.৫ দিন থেকে ১০ দিনে পৌঁছেছে, একথা জানিয়ে সরকারের তরফে বলা হয়, লকডাউন ঘোষণার সিদ্ধান্তেই এই সাফল্য পাওয়া গেছে। পাশাপাশি আরও বলা হয়েছে যে, দেশের ৮০টি জেলায় গত ১৪ দিনে নতুন করে কেউ করোনা আক্রান্ত হননি। কেন্দ্রের তরফে জানানো হয়েছে, সংক্রমণের শৃঙ্খল ভেঙে গিয়েছে।

  3. স্বাস্থ্য মন্ত্রকের যুগ্ম সচিব লভ আগরওয়াল বলেন, ‘‘এখনও পর্যন্ত ৮০টি জেলায় গত ১৪ দিনে কোনও করোনা সংক্রমণের ঘটনা সামনে আসেনি। মানুষ ও প্রশাসনের সম্মিলিত প্রচেষ্টায় সংক্রমণের শৃঙ্খল ভেঙে গিয়েছে। আমরা দেখতে পাচ্ছি গ্রিন জোন জেলাগুলিতে নতুন সংক্রমণ ধরা পড়ছে না। পাশাপাশি এই বিভাগে যুক্ত হচ্ছে নতুন নতুন জেলা।''

  4. এদিকে দেশের মধ্যে সবচেয়ে বেশি করোনা সংক্রমিত রাজ্য হল মহারাষ্ট্র। সে রাজ্যে এখনও পর্যন্ত এক লক্ষেরও বেশি করোনা টেস্ট হয়েছে, এই পরীক্ষার নিরিখে ওই রাজ্য দেশের মধ্যে প্রথম। মহারাষ্ট্রে এখনও পর্যন্ত ১,০২,১৮৯ টি নমুনা পরীক্ষাগারগুলোতে পরীক্ষা করা হয়েছে, যার মধ্যে যদিও ৯৪,৪৮৫ টি নমুনার নেতিবাচক রিপোর্ট আসে। ওই রাজ্যে এখন মোট ৬,৮১৭ জন করোনা আক্রান্ত রোগী রয়েছেন এবং এখনও পর্যন্ত ৩০১ জন মারা গেছেন।

  5. শুক্রবার এশিয়ার বৃহত্তম বস্তি মুম্বইয়ের ধারাভিতে আরও বেশ কয়েকজন করোনা আক্রান্তের সন্ধান মিলেছে। সেখানে নতুন করে ২৫ জন করোনা রোগীর সন্ধান মিলেছে, মারা গেছেন আরও ১ জন। মোট ২.১ বর্গকিলোমিটার আয়তন জায়গায় অবস্থিত ধারাভিতে প্রায় ৮০ লক্ষ মানুষ বাস করেন। মুম্বইয়ে এখনও পর্যন্ত মারণ ভাইরাসে ভুগছেন মোট ৪,৪৪৭ জন। এর মধ্যে ১৭৮ জন মারা গেছেন।

  6. দিল্লিতে চারজন করোনা আক্রান্ত যাঁরা বর্তমানে জয়প্রকাশ নারায়ণ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তাঁদের উপরে প্লাজমাথেরাপি প্রয়োগের ফলাফল উৎসাহজনক, শুক্রবার জানান দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। দিল্লির মুখ্যমন্ত্রী আরও বলেন, করোনা ভাইরাস থেকে যারা সুস্থ হয়েছেন, তারা যদি তাদের প্লাজমা দান করেন তবেই আমরা এই চিকিৎসা পদ্ধতি এগিয়ে নিতে পারি। দিল্লির দেখাদেখি এবার কর্নাটক ও মহারাষ্ট্রও করোনা রোগীদের জন্যে প্লাজমা থেরাপি ব্যবহার করতে প্রস্তুত।

  7. এদিকে শুক্রবারই প্রথম পশ্চিমবঙ্গ সরকারের তরফে রাজ্যে সরকারি ভাবে করোনা আক্রান্ত হয়ে ৫৭ জনের মৃত্যুর কথা মেনে নেওয়া হল। রাজ্য সরকার শুক্রবার জানিয়েছে এযাবৎ ৫৭ জনের মৃত্যু হলেও এঁদের মধ্যে ৩৯ জন কো-মর্বিডিটির শিকার। অর্থাৎ অন্য অসুখেও ভুগছিলেন তাঁরা। মাত্র ১৮ জন মারা গিয়েছে কোভিড-১৯-এর কারণে। বাংলার অডিট কমিটি শুক্রবার এমনই জানিয়েছে।

  8. দেশের রাজ্যগুলোতে লকডাউন পরিস্থিতি কতটা মেনে চলা হচ্ছে তা খতিয়ে দেখতে আরও তিনটি রাজ্য গুজরাট, তেলেঙ্গানা এবং তামিলনাড়ুতেও পাঠানো হবে কেন্দ্রীয় প্রতিনিধি দল, শুক্রবার জানিয়েছে সরকার। এর আগে পশ্চিমবঙ্গেও কেন্দ্রীয় দল পাঠানো হয়। 

  9. এদিকে তামিলনাড়ুতে ক্রমেই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। এবার তাই আগামী রবিবার থেকে ওই রাজ্যের রাজধানী চেন্নাই সহ পাঁচটি শহরে কড়া লকডাউন জারি রাখার ঘোষণা করা হয়েছে। রবিবার সকাল ৬ টা থেকে চেন্নাই, মাদুরাই এবং কোয়েম্বাটুরে ৪ দিনের জন্যে পুরোপুরি বন্ধ রাখা হবে সবকিছু, এটি চলবে আগামী বুধবার রাত ৯ টা পর্যন্ত। 

  10. সারা দুনিয়ার করোনা চিত্রটাও আতঙ্কের। এখনও পর্যন্ত ২৮ লক্ষেরও বেশি মানুষ ওই রোগে সংক্রমিত, ১.৯ লক্ষেরও বেশি মানুষ মারাও গেছেন করোনায় ভুগে। বিশেষ করে মার্কিন মুলুকে ভয়ঙ্কর মহামারী রূপে দেখা দিয়েছে করোনা ভাইরাস। গত ১০ দিনের মধ্যে সেখানে মৃত্যুর সংখ্যা দ্বিগুণ হয়ে ৫০,০০০ এ দাঁড়িয়েছে।

World

67,69,38,430Cases
62,55,71,965Active
4,44,81,893Recovered
68,84,572Deaths
Coronavirus has spread to 200 countries. The total confirmed cases worldwide are 67,69,38,430 and 68,84,572 have died; 62,55,71,965 are active cases and 4,44,81,893 have recovered as on January 9, 2024 at 10:54 am.

India

4,50,19,214 475Cases
3,919 -83Active
4,44,81,893 552Recovered
5,33,402 6Deaths
In India, there are 4,50,19,214 confirmed cases including 5,33,402 deaths. The number of active cases is 3,919 and 4,44,81,893 have recovered as on January 9, 2024 at 8:00 am.

State & District Details

State Cases Active Recovered Deaths


Post a comment
.