This Article is From Nov 23, 2018

নির্বাচনে না জিতেও হওয়া যাবে মেয়র, বিধানসভায় বিল পাশের পরেই চেয়ারে ববি

বৃহস্পতিবার রাজ্য বিধানসভায় একটি গুরুত্বপূর্ণ বিল পাশ হয়ে গেল। কলকাতা পুরসভা সংক্রান্ত ওই আইনটিতে আগে বলা ছিল, কাউন্সিলর না হলে কেউ মেয়র পদে বসতে পারবেন না।

নির্বাচনে না জিতেও হওয়া যাবে মেয়র, বিধানসভায় বিল পাশের পরেই চেয়ারে ববি
কলকাতা:

বৃহস্পতিবার রাজ্য বিধানসভায় একটি গুরুত্বপূর্ণ বিল পাশ হয়ে গেল। কলকাতা পুরসভা সংক্রান্ত ওই আইনটিতে আগে বলা ছিল, কাউন্সিলর না হলে কেউ মেয়র পদে বসতে পারবেন না। বৃহস্পতিবার সেই আইন বদলানোর পরেই কলকাতা পুরসভার নতুন মেয়র হলেন ববি হাকিম।

মেয়র পদ ছাড়লেন শোভন, শহরের নতুন মহানাগরিক হলেন ববি হাকিম

যদিও, সেখানে এই কথাটিও বলে দেওয়া হয়েছে যে, মেয়র হওয়ার ছ'মাসের মধ্যে ববি হাকিমকে কোনও এক ওয়ার্ড থেকে জিতে আসতে হবে।


ব্লগঃ টেলিফোন বুথের দিনকাল ও শ্যামল কাকা

কলকাতা পুরসভা (দ্বিতীয় সংশোধনী) বিল, ২০১৮ আজ বিধানসভাতে পেশ করেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম স্বয়ং।


মেয়র এবং মন্ত্রীত্ব কেউ ছেড়ে দিলে তা তার সমস্যা, দলের কোনও ক্ষতি হবে নাঃ মমতা

এই বিলটিকে ধ্বনিভোটে সমর্থন জানায় বিজেপি। বিধানসভার শীতকালীন অধিবেশন বয়কট করায় বৃহস্পতিবার কংগ্রেস এবং সিপিএম বিধানসভা কক্ষে উপস্থিত ছিল না। বৃহস্পতিবারই কলকাতার মেয়র পদ থেকে ইস্তফা দেন শোভন চট্টোপাধ্যায়।

 

রাজ্যের আরও আকর্ষণীয় ও গুরুত্বপূর্ণ খবর পড়তে চোখ রাখুন এখানে

এক নজরে আজকের সকালের বিশেষ বিশেষ খবর গুলি দেখে নিন:



(এনডিটিভি এই খবর সম্পাদিত করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে.)
.