This Article is From Apr 05, 2019

পর্নোগ্রাফি ছড়াচ্ছে টিকটক! কেন্দ্রকে ভারতে অ্যাপ নিষিদ্ধ করার আর্জি আদালতের

TikTok App Ban: পর্নোগ্রাফি প্রদর্শন (pornography), সাংস্কৃতিক অবনমন (cultural degradation), শিশু নির্যাতন (child abuse), আত্মহত্যার (suicides) উল্লেখ করে তিনি আদালতকে টিকটক নিষিদ্ধ করার অনুরোধ করেন।

পর্নোগ্রাফি ছড়াচ্ছে টিকটক! কেন্দ্রকে ভারতে অ্যাপ নিষিদ্ধ করার আর্জি আদালতের

TikTok App India Ban: ভারতে ৫৪ মিলিয়ন সক্রিয় ব্যবহারকারীরা টিকটক ব্যবহার করেন।

হাইলাইটস

  • কেন্দ্রকে টিকটক নিষিদ্ধ করতে অনুরোধ মাদ্রাজ হাই কোর্টের
  • আদালত জানাচ্ছে শিশুরা যৌন শিকারীদের হাতে পড়ছে সহজেই
  • টিকটকে নিজের ছোট্ট ছোট্ট ভিডিও বানাতে পারেন ব্যবহারকারীরা
চেন্নাই:

পর্নোগ্রাফিকে প্রশয় (encouraging pornography) দেওয়ার অভিযোগে জনপ্রিয় চিনা ভিডিও অ্যাপ্লিকেশন টিকটককে নিষিদ্ধ (ban popular Chinese video app TikTok) করার জন্য কেন্দ্রের কাছে অনুরোধ জানাল মাদ্রাজ হাই কোর্ট (Madras High Court)। টিকটক (TikTok) এমন একটি অ্যাপ্লিকেশন যাতে ব্যবহারকারীরা বিশেষ প্রভাব ব্যবহার করে ছোট ছোট ভিডিও তৈরি এবং শেয়ার করতে পারবেন। ভারতে ৫৪ মিলিয়ন সক্রিয় ব্যবহারকারীরা টিকটক ব্যবহার করেন।

মাদ্রাজ হাই কোর্টের মাদুরাই বেঞ্চ অ্যাপটির বিরুদ্ধে একটি পিটিশনের শুনানির করে বুধবার জানিয়েছে, টিকটক ব্যবহার করে এমন শিশুরা যৌন শিকারীদের কাছে সহজেই যোগাযোগ করে ফেলছে যা যথেষ্ট ঝুঁকিপূর্ণ। মাদুরাইয়ের বরিষ্ঠ আইনজীবী তথা সমাজ কর্মী মুথু কুমার পিটিশন দায়ের করেন। পর্নোগ্রাফি প্রদর্শন (pornography), সাংস্কৃতিক অবনমন (cultural degradation), শিশু নির্যাতন (child abuse), আত্মহত্যার (suicides) উল্লেখ করে তিনি আদালতকে টিকটক নিষিদ্ধ করার অনুরোধ করেন। 

মোদীকে 'এক্সপায়ারিবাবু' বলে কটাক্ষ মমতার

বিচারপতি, জাস্টিস এন কিরুবাকরন এবং এসএস সুন্দর, শিশুদের অনলাইন শিকার হওয়া থেকে আটকাতে ১৬ ফেব্রুয়ারির আগেই মার্কিন দেশের অনলাইন গোপনীয়তা সুরক্ষা আইনের মতো আইন প্রণয়নের জন্য কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দিয়েছেন।

টিকটকের এক মুখপাত্র রয়টার্সকে বলেন, কোম্পানি স্থানীয় আইন মেনে চলতে প্রতিশ্রুতিবদ্ধ এবং আদালতের আদেশের একটি অনুলিপির অপেক্ষায় রয়েছি, এরপরেই সংস্থা যথাযথ ব্যবস্থা নেবে। “নিরাপদ এবং ইতিবাচক ইন-অ্যাপ পরিবেশ বজায় রাখা...আমাদের অগ্রাধিকার," তিনি বলেন। আদালত জানিয়েছে, টিকটকের ‘বিপজ্জনক দৃষ্টিভঙ্গি'টা হচ্ছে ‘অনুপযুক্ত' বিষয়। এর মাধ্যমে অচেনা অজানাদের সঙ্গে শিশুদের সরাসরি যোগাযোগের একটি সম্ভাবনা আছে।” ওই আদেশে এও বলা হয় যে এই অ্যাপ্লিকেশন ব্যবহার করে বানানো ভিডিওগুলি গোপনীয়তা লঙ্ঘন করতে পারে। 

‘মাখন মাখিয়ে ওয়ানদ', আমুলের কার্টুনে ফের রাহুল গান্ধী

কয়েক মাস আগে, তামিলনাড়ু বিধানসভাতেই এআইএডিএমকে বিধায়ক থামিমুন আনসারি (AIADMK legislator Thamimun Ansari) সাংস্কৃতিক অবনমনের অভিযোগ তুলে টিকটককে নিষিদ্ধ করার দাবি জানান। রাজ্যের আইটি মন্ত্রী মণিকানন্দন বলেন, তিনি এই বিষয়টি নিয়ে কেন্দ্রের কাছে যাবেন।

২০১৯ সালে এদেশে চালু হওয়া টিকটক (TikTok) সোশ্যাল ভিডিও অ্যাপটি বেজিংয়ের বাইটডান্স সংস্থা তৈরি করে। ফেব্রুয়ারিতেই সারা বিশ্বের এক বিলিয়ন মানুষ এটি ডাউনলোড করেন। এটি ২০১৮ সালে চতুর্থ সর্বাধিক ডাউনলোড হওয়া গেম ব্যাতীত অ্যাপ্লিকেশন।

টিকটক (TikTok) ইন্টারনেট সংস্থাটি সাম্প্রতিক জাতীয় নির্বাচনের জন্য এবং ভবিষ্যতের জন্যও সোশ্যাল মিডিয়াতে ভুয়ো খবর বন্ধ করার প্রচেষ্টায় আদর্শ আচরণ বিধি অনুযায়ী নিজেদের একটি মডেল কোড নথিপত্র তৈরি করে।

.