This Article is From Aug 22, 2018

বখরি ইদ 2018: রাজ্যজুড়ে পালিত হল বখরি ইদ

বখরি ইদ 2018: গোটা দেশের মতো বাংলাতেও  পালিত হল আত্মত্যাগের বখরি ইদ। ভোর থেকে মসজিদে  মসজিদে শুরু হল প্রার্থনা।

বখরি ইদ 2018: রাজ্যজুড়ে পালিত হল বখরি ইদ

রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

কলকাতা:

গোটা দেশের মতো বাংলাতেও  পালিত হল আত্মত্যাগের বখরি ইদ। ভোর থেকে মসজিদে  মসজিদে শুরু হল প্রার্থনা।

সকালে ইন্দিরা গান্ধি সরণি (রেড রোডে) হল প্রার্থনা। বহু মানুষের সমাগমে রেড রোড তখন সরগরম। নতুন পোশাক পড়ে চলল প্রার্থনা। তাছাড়া চিৎপুরে নাখদা মসজিদেও বিশেষ  প্রার্থনার আয়োজন করা হয়েছিল। প্রার্থনা শেষে  একে ওপরকে আলিঙ্গন করে শুভেচ্ছা  বিনিমিয় হল। ছিল খানা পিনার এলাহি বন্দোবস্ত।

রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইট করে তিনি বলেন, আসুন পবিত্র ইদকে সাক্ষী রেখে আমরা এভাবে একসঙ্গে থাকার শপথ গ্রহণ করি। অনুষ্ঠান ঘিরে শহরের বিভিন্ন জায়গায় নিরাপত্তা জোরদার করা  হয়েছিল।

এই বখরি ইদকে কুরবানি ইদও বলা হয়ে থাকে। সহায় সম্বলহীন মানুষের পাশে থাকার বার্তা দেয় বখরি ইদ। কুরবানি দেওয়া পশুর মাংস হত দরিদ্রদের কাছে পৌঁছে দেওয়াই বখরি ঈদের উদ্দেশ।   

এদিকে এই অনুষ্ঠান থেকেই কার্যত বাঙালির উৎসবের মরসুম শুরু হয়ে গেল। সামনের মাস থেকেই শুরু উৎসব। সপ্তাহের মাঝামাঝি এই  ছুটিটা কানে কানে সেই  বার্তাই দিয়ে গেল।   

    

.