This Article is From Apr 06, 2020

এনআরএসে মেডিক্যাল কলেজে কোয়ারান্টাইনে পাঠানো হল ৪৭ জনকে, বাড়তে পারে সংখ্যা

একজন কোভিড-১৯ (COVID-19) আক্রান্ত রোগীর সংস্পর্শে আসার কারণে তাঁদের কোয়ারান্টাইনে পাঠানোর সিদ্ধান্ত ন‌েওয়া হয়।

এনআরএসে মেডিক্যাল কলেজে কোয়ারান্টাইনে পাঠানো হল ৪৭ জনকে, বাড়তে পারে সংখ্যা

শনিবার মৃত এক ব্যক্তির শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ মেলার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়।

হাইলাইটস

  • অন্তত ৪৭ জনকে কোয়ারান্টাইনে পাঠানো হয়েছে
  • একজন কোভিড-১৯ আক্রান্ত রোগীর সংস্পর্শে এসেছিলেন তাঁরা
  • এই সংখ্যা আরও বাড়তে পারে বলে জানা গিয়েছে

এনআরএস মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (NRS medical college hospital) প্রায় ৫০ জনকে কোয়ারান্টাইনে (Quarantine) পাঠানো হল। তাঁদের মধ্যে রয়েছেন চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা। একজন কোভিড-১৯ (COVID-19) আক্রান্ত রোগীর সংস্পর্শে আসার কারণে তাঁদের কোয়ারান্টাইনে পাঠানোর সিদ্ধান্ত ন‌েওয়া হয়। ৩৪ বছর বয়সি ওই ব্যক্তিকে জেনারেল ওয়ার্ডে রাখা হয়েছিল। পরে তাঁকে সিসিইউতে পাঠানো হয়। শনিবার সকালে তিনি মারা যান। তাঁর মৃত্যুর পর তাঁর পরীক্ষার ফলাফল হাতে আসে। সঙ্গে সঙ্গে ৪৭ জনকে কোয়ারান্টাইনে পাঠানো হয়। 
জানা যাচ্ছে, এই সংখ্যা আরও বাড়তে পারে। ওই ব্যক্তির সংস্পর্শে আসা আরও ব্যক্তিদের চিহ্নিত করতে পারলে তাঁদেরও কোয়ারান্টাইনে পাঠানো হবে।

করোনা মোকাবিলায় নীতি নির্ধারক কমিটি গঠন করা হবে: মুখ্যমন্ত্রী

সোমবারই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতায় এক সাংবাদিক সম্মেলন করে জানান, এই মুহূর্তে রাজ্যে ৬১ জন করোনা আক্রান্ত রয়েছেন। কিন্তু এনআরএস হাসপাতালে করোনা আক্রান্তের সংস্পর্শে আসা ব্যক্তিদের বিষয়ে কোনও উল্লেখ করেননি তিনি।

করোনা সঙ্কটের ধাক্কায় ৩০ শতাংশ বেতন কম নেওয়ার সিদ্ধান্ত রাষ্ট্রপতি, প্রধা‌নমন্ত্রী, সাংসদদের

জেনে নিন এক নজরে

অন্তত ৪৭ জনকে কোয়ারান্টাইনে পাঠানো হয়েছে।

ওই ৪৭ জনের মধ্যে অন্তত ২৭ জন চিকিৎসক।

শনিবার এক ব্যক্তির মৃত্যুর পর জানা যায় তিনি করোনায় আক্রান্ত ছিলেন।

এরপরই তাঁর সংস্পর্শে যাঁরা এসেছিলেন তাঁদের পাঠানো হয় কোয়ারান্টাইনে।

কোয়ারান্টাইনে পাঠানে ব্যক্তিদের সংখ্যা বাড়তে পারে।

.