This Article is From Nov 19, 2018

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে কলকাতায় চন্দ্রবাবু

এসে পৌঁছলেন অন্ধপ্রদেশের মুখ্যমন্ত্রী। দুপুরে  কলকাতা বিমান বন্দরে এসে নামেন চন্দ্রবাবু  নায়ডু। এদিন দুজনের মধ্যে বৈঠকের কয়েকটি দিক রয়েছে।

মুখ্যমন্ত্রীর সঙ্গে  দেখা করতে কলকাতায় চন্দ্রবাবু

রাহুল গান্ধি ও ওমর আব্দুল্লার সঙ্গে  দেখা  করেন চন্দ্রবাবু

হাইলাইটস

  • মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে কলকাতায় এলেন চন্দ্রবাবু
  • বিজেপি বিরোধী দলগুলিকে একছাতার তলায় আনার কাজ শুরু করেছেন দুজনে
  • অন্ধ্রপ্রদেশের জন্য বিশেষ আর্থিক মর্যাদা না পেয়ে এনডিএ ছাড়েন চন্দ্রবাবু
কলকাতা:

এসে পৌঁছলেন অন্ধপ্রদেশের মুখ্যমন্ত্রী। দুপুরে  কলকাতা বিমান বন্দরে এসে নামেন চন্দ্রবাবু  নায়ডু। এদিন দুজনের মধ্যে বৈঠকের কয়েকটি দিক রয়েছে। রাজনৈতিক  মহলের ধারনা  বিজেপি  বিরোধী জোটের রূপরেখা ঠিক করতেই আলোচনা করবেন দুই মুখ্যমন্ত্রী।  এমনিতেই বিজেপি  বিরোধী দলগুলিকে একছাতার তলায় আনার কাজ শুরু করেছেন। একই উদ্দেশ নিয়ে দিল্লিও গিয়েছেন দু'জনে। অন্ধ্র প্রদেশের জন্য বিশেষ আর্থিক মর্যাদা না পেয়েই এনডিএ ছেড়েছেন চন্দ্রবাবু। শুধু তাই নয় মোদী সরকারের বিরুদ্ধে  আনাস্থাও আনে তাঁর  দল টিডিপি। সেটিকে  সমর্থন করে  অন্য বিরোধীরা। তাছাড়া  দিন  দুয়েকের মধ্যে দিল্লিতে বিজেপি  বিরোধী একাধিক  দলের নেতাদের বৈঠকে  বসার কথা। রাজনৈতিক  পর্যবেক্ষকরা মনে করছেন সেই বৈঠকেও উপস্থিত থাকবেন দুই মুখ্যমন্ত্রী। আজ  তা  নিয়েও কথা  হতে  পারে।

এর আগে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি ও  জম্মু কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লার সঙ্গে  দেখা  করেন চন্দ্রবাবু। নতুন রাজ্য হওয়ার পর  তেলেঙ্গানার প্রথম বিধানসভা নির্বাচনে কংগ্রসের সঙ্গে  জোট হচ্ছে  চন্দ্রবাবুর দল টিডিপির। সেই ব্যাপারেই দুই নেতার মধ্যে আলোচনা হয়। তার কয়েকদিন আগে কংগ্রেসের দীর্ঘদিনের সাংসদ বিরাপ্পা মইলির সঙ্গে  কথা  বলেন চন্দ্রবাবু।

সেই সফরে চন্দ্রবাবুর সঙ্গে  দেখা হয় এনসিপি প্রধান শরদ পাওয়ার। ওই বৈঠকে  তাঁকে বলতে  শোনা গিয়েছিল ‘ভবিষৎকে রক্ষা করতে তাঁকে কংগ্রেসের হাত ধরতে  হয়েছে।               

 

                                                                                
                                                                                                                                        

.