This Article is From May 27, 2020

প্রায় ১০০ কিলোমিটার বেগে কালবৈশাখীর ঝড় কলকাতায়

হাওড়া, হুগলি, কলকাতা, দুই চব্বিশ পরগনায় ঝড়ের গতিবেগ ৫০ থেকে ৬০ কিলোমিটার  সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টি

প্রায় ১০০ কিলোমিটার বেগে কালবৈশাখীর ঝড় কলকাতায়

এমনিতেই শহরের পরিষেবা এখনও ফেরেনি তারমধ্যে সন্ধ্যাতেই এই প্রবল ঝড় বৃষ্টিতে কী হয়, তা নিয়ে আতঙ্কে শহরবাসী

কলকাতা:

ঠিক এক সপ্তাহ আগেই ভয়ঙ্কর ঘূর্ণিঝড় আম ফান আছড়ে পড়েছিল বাংলার বুকে। তছনছ করে দিয়ে গেছে বাংলাকে । আমফানের সেই বিভীষিকা, সেই ভয়াবহতা এখনও কাটিয়ে উঠতে পারেনি বাংলা। কলকাতাতেই এখনও নানান জায়গায় বিদ্যুৎ ফেরেনি। মোবাইল পরিষেবা স্বাভাবিক নয় রাজ্যে । দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকায় এখনও ভয়ঙ্কর অবস্থায়। তার মধ্যে আজ সন্ধ্যে নামতেই প্রবল ঝড় বৃষ্টি শুরু হল রাজ্যে। আবহাওয়া দফতর জানিয়ে দিয়েছিল ঝড় , বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে রাজ্য জুড়ে।

আমফান বিদায় নিলেও ঝোড়ো হাওয়ার দাপট চলছিল কলকাতায়। তবে সন্ধ্যে নামতেই ঝড় বৃষ্টি শুরু হয় তিলোত্তমায়। আজ রাজ্যের বিভিন্ন জায়গায় ঝড়-বৃষ্টি চলেছে। দুপুর থেকে ঝড় বৃষ্টি চলেছে উত্তরবঙ্গে , উত্তর দিনাজপুর,দক্ষিণ দিনাজপুর মালদাতে।৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝড় সঙ্গে বৃষ্টি হয়। তারপরেই পুরুলিয়া, বাঁকুড়া , বীরভূম পশ্চিম বর্ধমান ,পূর্ব বর্ধমান, হাওড়া, হুগলি,ঝাড়গ্রাম,পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর , নদিয়া, মুর্শিদাবাদে ঝড় বৃষ্টি শুরু হয়। ঝড় বৃষ্টি শুরু হয়ে যায় কলকাতা এবং দুই ২৪ পরগনাতে।

 কলকাতা কালবৈশাখীর  গতিবেগ ছিল  প্রায় ১০০  কিলোমিটার , সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টি।

এমনিতেই শহরের পরিষেবা এখনও ফেরেনি তারমধ্যে সন্ধ্যাতেই এই প্রবল ঝড় বৃষ্টিতে কী হয়, তা নিয়ে আতঙ্কে শহরবাসী।

.