This Article is From Mar 16, 2019

কর্নাটক উপকূলে দাঁড়িয়ে থাকা জাহাজে আগুন, উদ্ধার করা হল ১৬ বিজ্ঞানীকে

যদিও, নিউ ম্যাঙ্গালোর হারবারে বর্তমানে রাখা এই 'সাগর সম্পদ' নামের জাহাজটিতে কেন আগুন লাগল, তার কারণ এখনও জানা যায়নি।

কর্নাটক উপকূলে দাঁড়িয়ে থাকা জাহাজে আগুন, উদ্ধার করা হল ১৬ বিজ্ঞানীকে

জাহাজটিতে ৩৬ জন কর্মী ছাড়াও আরও ১৬ জন বিজ্ঞানী ছিলেন।

নিউ দিল্লি:

শুক্রবার রাতে ভয়াবহ আগুন লেগে গেল একটি জাহাজে। জাহাজটি গবেষণার কাজে ব্যবহার করা হচ্ছিল। ভারতীয় উপকূল রক্ষী বাহিনী শুক্রবার রাতে ওই আগুন লেগে যাওয়া জাহাজে ৩০ জনকে উদ্ধার করে। দুটি জাহাজ পাঠানো হয়েছিল সেই আগুন লেগে যাওয়া জাহাজটিতে আটকে পড়া  বন্দিদের উদ্ধার করার জন্য। ভারতীয় উপকূল রক্ষী বাহিনীর ওই দুটি জাহাজের নাম- সুজয় এবং বিক্রম। যদিও খুব তাড়াতাড়িই ওই ভয়াবহ আগুন আয়ত্বে আসে এবং নিরাপদে ওই জাহাজের বন্দিদের সরিয়ে আনা হয়।

জমি নিয়ে অশান্তির জের, অপহরণ করে মাথা কাটা হল ১৩ বছরের নাবালিকার

যে জাহাজটিতে আগুন লেগে যায় সেটি শিপিং কর্পোরেশন অব ইন্ডিয়ার নিয়ন্ত্রণাধীন। নাম- সাগর সম্পদ। জাহাজটিতে ৩৬ জন কর্মী ছাড়াও আরও ১৬ জন বিজ্ঞানী ছিলেন। উপকূলরক্ষী বাহিনীর পক্ষ থেকে ছবিসহ একটি টুইটও করা হয়।

যদিও, নিউ ম্যাঙ্গালোর হারবারে বর্তমানে রাখা এই 'সাগর সম্পদ' নামের জাহাজটিতে কেন আগুন লাগল, তার কারণ এখনও জানা যায়নি।

.