This Article is From Aug 01, 2018

তান্ত্রিকের উপদেশে ন'টি সূচ ঢোকানো হল কিশোরীর গলায়, উদ্ধার নীলরতনে

14 বছরের কিশোরীর গলা থেকে ন'টি সূচ বের করল নীলরতন সরকার মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসকরা।

তান্ত্রিকের উপদেশে ন'টি সূচ ঢোকানো হল কিশোরীর গলায়, উদ্ধার নীলরতনে

চিকিৎসকরা জানিয়েছে, ওই কিশোরী এখন বিপন্মুক্ত।

কলকাতা:

14 বছরের কিশোরীর গলা থেকে ন'টি সূচ বের করল নীলরতন সরকার মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসকরা। অপরূপা বিশ্বাস নামের কৃষ্ণনগরের ওই কিশোরী এক তান্ত্রিকের পরামর্শে এই ভয়ঙ্কর পদক্ষেপ গ্রহণ করেছিল বলে জানা গিয়েছে।

নীলরতন সরকার মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসকদের সমস্ত সূচ গলার ভিতর থেকে বের করতে সময় লাগে প্রায় তিন ঘন্টা। প্রাথমিকভাবে চিকিৎসকরা ভেবেছিলেন ওই কিশোরী নিজেই সূচগুলি গিলে ফেলেছিল। 

"কিন্তু পরে আমরা জানতে পারি, এক তান্ত্রিকের পরামর্শে  ওই কিশোরীর গলায় সূচগুলি ঢোকানো হয়", নীলরতন সরকারের এক চিকিৎসক এই কথা বলেন। যদিও, ওই কিশোরীর পরিবারটি গলায় সূচ ঢোকানোর কারণ নিয়ে কিছুই বলতে চায়নি, বলেন তিনি।  

ওই কিশোরীকে প্রশ্ন করে চিকিৎসকরা জানতে পারেন, ওই কিশোরীর আসলে দত্তক সন্তান। যাঁদের সন্তান, তাঁদের পুত্র তিন বছর আগে মারা যায়। চিকিৎসকরা জানিয়েছে, "ওই দম্পতির পুত্র মারা যাওয়ার পর কিশোরীর হাবভাবে বেশ পরিবর্তন লক্ষ করেন তাঁরা। তারপরই তাকে নিয়ে যাওয়া হয় এক তান্ত্রিকের কাছে"।



(এনডিটিভি এই খবর সম্পাদিত করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে.)
.