This Article is From Aug 13, 2018

ভূমিধসে হিমাচল প্রদেশে মৃত 5

ধসে রাজ্যের বিভিন্ন জায়গায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থাও।

ভূমিধসে হিমাচল প্রদেশে মৃত 5

ধসে রাজ্যের বিভিন্ন জায়গায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থাও।

সিমলা:

ভারী বৃষ্টির জেরে ভূমিধসে হিমাচল প্রদেশে স্বাভাবিক জনজীবন ব্যাহত। ধসে চাপা পড়ে মৃত্যু হল পাঁচ জনের। রাজ্যজুড়ে গৃহবন্দি হয়ে পড়েছে বহু মানুষ। বন্ধ রাখা হয়েছে স্কুল। 

জানা গেছে, সোলান জেলার কান্দাঘাটের চাকলা গ্রামে ধস নামে। সেখানে ধসে চাপা পড়ে মৃত্যু হয়েছে পাঁচ জনের। বৃ্ষ্টিতে কৌশল্যা নদীর জল বেড়েছে। জলের তোড়ে ভেসে গেছে এক কিশোর। 

ধসে রাজ্যের বিভিন্ন জায়গায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থাও।

fsb1397g

 

 

.