This Article is From Jun 11, 2019

দ্বাদশ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ করে ব্ল্যাকমেলের হুমকি: ধৃত ৪

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, "ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে তিনজনকে। আটক করা হয়েছে একজনকে। দুই নিখোঁজ অভিযুক্তের খোঁজ চলছে।

দ্বাদশ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ করে ব্ল্যাকমেলের হুমকি: ধৃত ৪

ভদোদরায় দ্বাদশ শ্রেণির ছাত্রীকে লাগাতার ধর্ষণ ও হুমকি দেওয়ার অপরাধে তিন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

ভদোদরা:

দ্বাদশ শ্রেণির ছাত্রীকে লাগাতার ধর্ষণ (Rape) ও সেই ছবি ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার অপরাধে গুজরাটের (Gujarat) ভদোদরা (Vododara) থেকে পুলিশ গ্রেফতার করল তিন ব্যক্তিকে। অভিযোগ, ধর্ষণ, ব্ল্যাকমেইলের পাশাপাশি ওই ছাত্রীর থেকে টাকাপয়সাও দাবি করে তারা।  খোঁজ চলছে বাকি দুই অভিযুক্তের।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, "ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে তিনজনকে। জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে একজনকে। দুই নিখোঁজ অভিযুক্তের খোঁজ চলছে। 

যৌন হেনস্থা এবং দুর্নীতির অভিযোগে সরতে হল দেশের এক ডজন কর কর্তাকে

পুলিশ আরও জানিয়েছে, অভিযুক্তদের মধ্যে দু-জন ছাত্রীর সহপাঠী। তৃতীয় ব্যক্তি, যে ধর্ষণের ছবি তুলেছে তার সঙ্গেই সম্ভবত সম্পর্কে জড়িয়ে পড়েছিল ধর্ষিতা। 

"সোশ্যাল মিডিয়া আপত্তিকর ছবি পোস্ট করার পরে সেই ছবি সরিয়ে নেওয়ার জন্য ধর্ষিতার কাছে ৫০ হাজার টাকা দাবি করে ওই তৃতীয় অভিযুক্ত। দুই ধর্ষকের একজনও ছাত্রীকে ব্ল্যাকমেলের (Blackmail) হুমকি দেয় বলে অভিযোগ ," এমনটাই জানিয়েছে পুলিশ।

.