This Article is From Oct 08, 2018

অ্যাস্টর হোটেলের সামনে থেকে মাদকসহ গ্রেফতার তিন যুবক

শেক্সপিয়র সরণীতে অবস্থিত অ্যাস্টর হোটেলের সামনে থেকে  7 গ্রাম এমডিএমএ, চারটে এলএসডি ব্লক এবং  3 গ্রাম কোকেন সহ গ্রেফতার করা হল তিন ব্যক্তিকে।

অ্যাস্টর হোটেলের সামনে থেকে মাদকসহ গ্রেফতার তিন যুবক

একটি পার্টিতে ব্যবহার করার জন্য দিল্লি থেকে নিয়ে আসছিল ওই মাদক

কলকাতা:

ফের মাদক সহ গ্রেফতার করা হল কয়েকজন ব্যক্তিকে এই শহর থেকে। মাদকের ক্রমবর্ধমান ব্যবহার নিয়ে ক্রমাগত সতর্ক করে দিয়েছে পুলিশ। সতর্ক করে দিয়েছে মাদক পাচার নিয়েও। তা সত্ত্বেও, মাদক সংক্রান্ত ঘটনার সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে।

qjrsd10o

 

বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত হচ্ছে বলে জানাল আবহাওয়া দফতর

শেক্সপিয়র সরণীতে অবস্থিত অ্যাস্টর হোটেলের সামনে থেকে  7 গ্রাম এমডিএমএ, চারটে এলএসডি ব্লক এবং  3 গ্রাম কোকেন সহ গ্রেফতার করা হল তিন ব্যক্তিকে। ওই তিনজন সংশ্লিষ্ট হোটেলটিতে হওয়া একটি পার্টিতে ব্যবহার করার জন্য দিল্লি থেকে নিয়ে আসছিল ওই মাদক। একটি মামলা আপাতত দায়ের করা হয়েছে।

dfo3nqr

ধৃতদের পরিচয়:

সংকল্প সিংহ (20): কলকাতার পদ্মপুকুর রোডের বাসিন্দা। ভবানীপুর কলেজে ডিজাইনিং-এর দ্বিতীয় বর্ষের পড়ুয়া। 

আদিত্য মজুমদার (18): দ্বাদশ শ্রেণির ছাত্র। ঠাকুরবাড়ি রোডের বাসিন্দা। 

অনুপম সিংহ ( 22): গোপালনগর রোডের বাসিন্দা। কাজ করে একটি নির্মাণকারী সংস্থায়।

.