This Article is From Mar 03, 2019

পথ দুর্ঘটনায় মৃত্যু হল আইআইটি খড়গপুরের দুই পড়ুয়ার, আহত আরও এক

ঘটনায় অভিনিব  এবং  হরশিতের মৃত্যু হয়েছে। অন্যদিকে ভবানীর শারীরিক অবস্থাও বেশ খারাপ। তাঁকে কলকাতায় নিয়ে যাওয়া হয়।  

পথ দুর্ঘটনায় মৃত্যু হল আইআইটি খড়গপুরের  দুই পড়ুয়ার, আহত আরও এক

এই  তিন জনই একটি মোটরবাইকে চড়ে যাচ্ছিলেন

হাইলাইটস

  • পথ দুর্ঘটনায় মৃত্যু হল আইআইটি খড়গপুরের দুই পড়ুয়ার, আহত আরও এক
  • এই তিন জনই একটি মোটরবাইকে চড়ে যাচ্ছিলেন
  • ঘটনার তদন্ত শুরু করে ঘাতক গাড়িটির খোঁজ করছে পুলিশ
খড়গপুর:

পথ দুর্ঘটনায় মৃত্যু হল আইআইটি খড়গপুরের  দুই পড়ুয়ার। আহত হলেন আরও একজন। এই  তিন জনই একটি মোটরবাইকে চড়ে যাচ্ছিলেন। সে সময় উল্টো দিক থেকে দ্রুত গতিতে আসা একটি গাড়ির সঙ্গে মোটর বাইকের মুখোমুখি  সংঘর্ষ হয়। তাতেই প্রাণ যায়  দুই পড়ুয়ার। পুলিশ জানিয়েছে অভিনিব, হরশিত এবং ভবানী নামে তিন পড়ুয়া নিজেদের ক্যাম্পাস থেকে একটি মোটর বাইকে  চেপে বেরিয়েছিলেন।

কাশ্মীরে জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই চলল ৬০ ঘণ্টা! মৃত্যু নিরাপত্তা বাহিনীর ৪ সদস্য সহ পাঁচ জনের

ঘটনায় অভিনিব  এবং  হরশিতের মৃত্যু হয়েছে। অন্যদিকে ভবানীর শারীরিক অবস্থাও বেশ খারাপ। তাঁকে কলকাতায় নিয়ে যাওয়া হয়।

অভিনবর বাড়ি উত্তরপ্রদেশে আর হরশিতের বাড়ি হরিয়ানার। ঘটনার তদন্ত শুরু করে ঘাতক গাড়িটির খোঁজ করছে  পুলিশ।



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
.