This Article is From Nov 05, 2018

'আয়ুষ'-এর প্রচারের জন্য প্রস্তুত করা হয়েছে ১৯'টি জেলার প্রশাসনকেঃ মমতা

জাতীয় আয়ুর্বেদ দিবস উপলক্ষে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন, তাঁর আমলে 19'টি জেলার প্রশাসনকে প্রস্তুত  করা হয়েছে 'আয়ুষ'-এর প্রচারের জন্য।

'আয়ুষ'-এর প্রচারের জন্য প্রস্তুত করা হয়েছে ১৯'টি জেলার প্রশাসনকেঃ মমতা

জাতীয় আয়ুর্বেদ দিবস উপলক্ষে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন, তাঁর আমলে 19'টি জেলার প্রশাসনকে প্রস্তুত  করা হয়েছে 'আয়ুষ'-এর প্রচারের জন্য। "জাতীয় আয়ুর্বেদ দিবস উপলক্ষে আমি সমস্ত আয়ুর্বেদ চিকিৎসককে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। বাংলাতে গত সাত বছর ধরে আয়ুষের কার্যকলাপের দিকে নজর রেখে প্রকল্পটিকে সুষ্টুভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য উনিশটি জেলার প্রশাসনকেই প্রস্তুত করা হয়েছে", টুইট করে বলেন মমতা। জাতীয় আয়ুষ মিশন (নাম) প্রকল্পের অধীনে স্বাস্থ্য ও শিক্ষাব্যবস্থায় প্রকৃত উন্নতি করার জন্য সম্প্রতি  পশ্চিমবঙ্গ সরকারের প্রশংসায় পঞ্চমুখ হন কেন্দ্রীয় মন্ত্রী শ্রীপদ নায়েক। 

" জাতীয় আয়ুষ মিশনের অধীনে রাজ্যকে 2014-15 মরশুম থেকে এখনও পর্যন্ত অর্থ দেওয়া হয়েছে 71.64 কোটি টাকা। কেন্দ্রের দেওয়া অর্থ সুষ্ঠুভাবে ব্যবহার করে এই প্রকল্পে দারুণ কাজ করেছে পশ্চিমবঙ্গ", বলেন শ্রীপদ নায়েক।



(এনডিটিভি এই খবর সম্পাদিত করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে.)

.