This Article is From Jan 14, 2020

আর্থিক ঘাটতি যাতে আরও না বাড়ে, বাজেটের আগে অভিজিত বন্দ্যোপাধ্যায়ের পরামর্শ

আর্থিক ঘাটতি ঘোষিত লক্ষ্যমাত্রার চেয়ে অনেক বেড়ে গিয়েছে। আমি মনে করি আগামীদিনে সেটা আরও বাড়বে।

শিক্ষাখাতে বাজেট বরাদ্দ কমালে, শিক্ষা পরিকাঠামোয় প্রভাব পড়ে না: অভিজিত বন্দ্যোপাধ্যায়

হাইলাইটস

  • আর্থিক ঘাটতি যাতে আর না বাড়ে, বাজেটের আগে পরামর্শ অভিজিত বন্দ্যোপাধ্যায়ের
  • শিক্ষায় বরাদ্দ কমলে পরিকাঠামো প্রভাবিত হয় না, দাবি তাঁর
  • শিক্ষা রাজ্যের এক্তিয়ারভুক্ত বলেছেন তিনি
মুম্বই:

আগামী বাজেট ঘোষণায় সরকার আর যাতে আর্থিক ঘাটতির পথে না হাঁটে। গত সপ্তাহে এ কথা বলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। মুম্বইতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেছেন, আর্থিক ঘাটতি ঘোষিত লক্ষ্যমাত্রার চেয়ে অনেক বেড়ে গিয়েছে। আমি মনে করি আগামীদিনে সেটা আরও বাড়বে। তাই আগামী বাজেট ঘোষণায় সরকার যাতে আর আর্থিক ঘাটতির পথে না হাঁটে।সেটা সমর্থনযোগ্য না। কোনও সংস্কারী পথে হাঁটার আগে পাঁচ বার ভাবতে হবে, পরামর্শ তাঁর। সেদিন সাংবাদিকদের তরফে তাঁকে শিক্ষাখাতে বাজেট বরাদ্দ নিয়ে প্রশ্ন করা হয়েছিল। 

কেন্দ্র প্রায় ৩ হাজার কোটি টাকা শিক্ষাখাতে বরাদ্দ কমাতে পারে। এতে শিক্ষা পরিকাঠামোয় কতটা প্রভাব পড়বে? এ প্রশ্নের জবাবে নোবেলজয়ী ওই  অর্থনীতিবিদ বলেন, "কেন্দ্রের তরফে শিক্ষাখাতে বাজেট বরাদ্দ (৩ হাজার কোটি টাকা) কমানো খানিকটা সমুদ্র থেকে একফোঁটা জল তুলে নেওয়া। কারণ ওটা রাজ্যের এক্তিয়ারভুক্ত।  সে কারণে শিক্ষাখাতে খুব অল্প বাজেট বরাদ্দ করে কেন্দ্র।" তার পরামর্শ, আমার মনে হয় আমাদের কাছে যা সম্পদ আছে তা দিয়ে এগিয়ে চলা উচিত। পার ক্যাপিটা জিডিপির বিচারে আমাদের শিক্ষকরা গোটা বিশ্বে সবচেয়ে বেশি পারিশ্রমিক পান।তাই আমরা শিক্ষার মানোয়ন্নে, তাঁদের থেকে আরও ভালো আশা করব।

পয়লা ফেব্রুয়ারি কেন্দ্রীয় অর্থমন্ত্রী বাজেট ঘোষণা করবেন।            

.