কয়েকদিন আগেই লঙ্কার গুঁড়ো নিয়ে তাঁর উপর চড়াও হয়েছিলেন উত্তরপ্রদেশের এক বসিন্দা। এবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বাড়ি থেকে গুলি সহ গ্রেফতার ইমরান নামে এক ব্যক্তি। ওয়াকফ বোর্ড থেকে পাওয়া ভাতা বৃদ্ধির দাবি জানিয়ে একটি মসজিদ থেকে কয়েকজন অরবিন্দর বাড়িতে যান। তাঁদেরই একজনের থেকে গুলি পাওয়া গেছে। আচরণে সন্দেহ হওয়ায় তাঁকে তল্লাশি করে দেখা হয়। তখনই গুলি মেলে । পেশায় মসজিদের কেয়ারটেকার ইমরানকে গ্রেফতার করা হয়েছে। অস্ত্র আইনে মামলাও শুরু হয়েছে। তবে গুলি তাঁর নয় বলে দাবি ইমরানের। পুলিশকে তিনি জানান মসজিদের দান বাক্সে গুলি দেখতে পেয়ে নিজের কাছে রাখেন। পরে মনে না থাকায় গুলি নিয়েই মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চলা আসেন।
কেজরিওয়ালের চোখে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে দেওয়া ব্যক্তির সচিবালয়ের ভেতরে ঢোকা নিয়ে উঠছে প্রশ্ন
এই প্রথম নয় এ ধরনের অ-প্রীতিকর ঘটনা আগেও ঘটেছে আপ প্রধানের সঙ্গে। সপ্তাহ খানেক আগে নিজের সচিবলয়তেই তাঁর উপর হামলা চলে। এক ব্যক্তি তাঁর চোখে লঙ্কার গুঁড়ো দেওয়ার চেষ্টা করে। চশমা থাকায় সে যাত্রায় বেঁচে যান কেজরিওয়াল।
দিল্লির সচিবালয়ের ভেতরে ওই ব্যক্তি ঢুকে পড়ায় সমালোচিত হয় পুলিশ। স্বরাষ্ট্র মন্ত্রকের নিয়ন্ত্রণে থাকা পুলিসের বিরুদ্ধে কর্তব্যে গাফিলতির অভিযোগও আনে আপ। এই হামলা নিয়ে আলোচনা করতে দিল্লি বিধানসভায় এক দিনের জন্য বিশেষ অধিবেশন ডাকা হয়। বলতে উঠে বিজেপির সমালোচনা করেন দিল্লির মুখ্যমন্ত্রী। তাঁর মনে হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লির মুখ্যমন্ত্রী নিরাপত্তা দিতে পারছেন না। তাই তাঁর পদত্যাগ করা উচিত।
দেখুন আজকের বিশেষ বিশেষ খবরের ভিডিও: