This Article is From Jan 08, 2019

কলেজ ও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের অবসরের বয়স বাড়ল তিন বছর

রাজ্যে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অবসরের বয়স তিন বছর বাড়ল। আগে অবসরের বয়স ছিল ৬২ বছর এবার সেটা  বেড়ে হল ৬৫।

কলেজ ও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের অবসরের বয়স বাড়ল তিন বছর

কলকাতা বিশ্ববিদ্যালয়  এবং কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমন্বয় জরুরি: মমতা

হাইলাইটস

  • রাজ্যে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের অবসরের বয়স তিন বছর বাড়ল
  • আগে অবসরের বয়স ছিল ৬২ বছর এবার সেটা বেড়ে হল ৬৫
  • একই সঙ্গে উপাচার্যদের অবসরের বয়সও ৬৫ থেকে বেড়ে ৭০ হচ্ছে
কলকাতা:

 রাজ্যে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের  অবসরের বয়স তিন বছর বাড়ল। আগে অবসরের বয়স ছিল ৬২ বছর এবার  সেটা  বেড়ে হল  ৬৫। কলকাতা  বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন  অনুষ্ঠানে যোগ দিয়ে  সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই  ঘোষণা করেন। একই  সঙ্গে উপাচার্যদের অবসরের বয়সও ৬৫ থেকে বেড়ে ৭০ হচ্ছে । আরও বেশি সময় ধরে যাতে  অধ্যাপকদর কাজে লাগানো যায় তার জন্যই এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এর পাশাপাশি কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়ের  শিলান্যাসের কথা জানান মুখ্যমন্ত্রী। বলেন কলকাতা বিশ্ববিদ্যালয়  এবং কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমন্বয় জরুরি। কী ভাবে সেটা করা যায় তা  দেখার নির্দেশ দেন মমতা।

  দিলীপ ঘোষের মন্তব্যেই পরিষ্কার, বিজেপি ও তৃণমূলের মধ্যে বোঝাপড়া আছে, বললেন সোমেন

এদিকে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  রাজ্যের প্রাক্তন রাজ্যপাল তথা মহাত্মা গান্ধীর নাতি গোপালকৃষ্ণ গান্ধী। সমাবর্তন অনুষ্ঠানে ডি.লিট নিতে এসে বললেন, দেশের সর্বত্র বাকস্বাধীনতা থাকা উচিত। গণতন্ত্রের পক্ষে যা অত্যন্ত জরুরি। তিনি বলেন, "আমাদের মতো যাঁদের চিন্তা করার ক্ষমতা আছে, তাঁদের নিজেদের মতো চিন্তা করতে দেওয়া, নিজের কথাটি নির্ভয়ে বলতে অথবা লিখতে দেওয়া উচিত। খেয়াল রাখতে হবে, নিজের বক্তব্যপ্রকাশের জন্য কাউকে যেন কোনও অবমাননাকর পরিস্থিতির মুখে পড়তে না হয়"। তাঁর কথায়, ভয় এবং গণতন্ত্র একসঙ্গে বন্ধুত্বপূর্ণভাবে কখনওই চলতে পারে না৷ এই রাজ্যের রাজ্যপাল থাকাকালীন দিনগুলোকে স্মরণ করে তিনি বলেন 'দিয়েছি যত, নিয়েছি তার বেশি'৷

.