This Article is From Mar 31, 2020

রাজ্য থেকে নিজামুদ্দিনের জমায়েতে যোগদানকারীদের চিহ্নিত করা হচ্ছে, জানালেন রাজ্যের স্বরাষ্ট্র সচিব

সরকারি সূত্র জানাচ্ছে, ৩০-এর বেশি ব্যক্তি রাজ্য থেকে ওই ধর্মীয় সভায় অংশ নিয়েছিলেন। তাঁদের মধ্যে ১৬ জনকে এখনও পর্যন্ত চিহ্নিত করা গিয়েছে।

রাজ্য থেকে নিজামুদ্দিনের জমায়েতে যোগদানকারীদের চিহ্নিত করা হচ্ছে, জানালেন রাজ্যের স্বরাষ্ট্র সচিব

দিল্লিতে অন্তত ২৪ জন যাঁরা ওই জমায়েতে যোগ দিয়েছিলেন তাঁদের শরীরে কোভিড-১৯ সংক্রমণ ধরা পড়েছে।

হাইলাইটস

  • নিজামুদ্দিনে ধর্মীয় সভায় রাজ্য থেকে যোগদানকারীদের চিহ্নিত করার চেষ্টা
  • জানালেন রাজ্যের স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়
  • তাঁদের চিহ্নিত করতে পারলেই কোয়ারান্টাইনে পাঠানো হবে বলে জানান তিনি

দিল্লির নিজামুদ্দিনে (Nizamuddin) ধর্মীয় সভায় যোগ দেওয়া তেলেঙ্গানার ছ'জন করোনা (Coronavirus) আক্রান্ত হয়ে মারা যাওয়ার পর এরাজ্যে কারা কারা ওই জমায়েতে যোগ দিয়েছিলেন তা খুঁজে বের করার চেষ্টা করছেন রাজ্য সরকার। রাজ্যের স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় একথা জানিয়েছেন। তাঁদের চিহ্নিত করতে পারলেই কোয়ারান্টাইনে পাঠানো হবে এবং তাঁদের উপরে পরীক্ষা করে দেখা হবে বলে তিনি জানিয়েছেন।তিনি টুইটারে লেখেন, ‘‘পশ্চিমবঙ্গ থেকে যাঁরা এই অনুষ্ঠানে (দিল্লির তবিলগি জামাত) যোগ দিয়েছিলেন তাঁদের চিহ্নিত করা হচ্ছে এবং তাঁদের শরীরে কোভিড-১৯-এর পরীক্ষা করা হবে তৎক্ষণাৎ। তাঁদের বাধ্যতামূলক ১৪ দিনের কোয়ারান্টাইনে পাঠানো হবে।''

‘‘দায়িত্বজ্ঞানহীন কাজ, ৪৪১ জনের মধ্যে লক্ষণ'': দিল্লি মসজিদের অনুষ্ঠান প্রসঙ্গে অরবিন্দ কেজরিওয়াল

সরকারি সূত্র জানাচ্ছে, ৩০-এর বেশি ব্যক্তি রাজ্য থেকে ওই সভায় অংশ নিয়েছিলেন। তাঁদের মধ্যে ১৬ জনকে এখনও পর্যন্ত চিহ্নিত করা গিয়েছে। তাঁদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা হচ্ছে বলে সূত্র জানাচ্ছে।

ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া সহ বিভিন্ন দেশ থেকে ২,০০০-এর উপর অতিথি ১ মার্চ থেকে ১৫ মার্চ পর্যন্ত নিজামুদ্দিনে চলতে থাকা তবিলগি জামাতের ধর্মীয় সভায় যোগ দিয়েছিলেন।

করোনাকে ঠেকাতে ম্যালেরিয়া প্রতিষেধক ওষুধ খেয়ে মারা গেলেন চিকিৎসক

দিল্লিতে অন্তত ২৪ জন যাঁরা ওই জমায়েতে যোগ দিয়েছিলেন তাঁদের শরীরে কোভিড-১৯ সংক্রমণ ধরা পড়েছে।



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
.