সোমবার রাজ্যের তিন কেন্দ্রের উপনির্বাচনের(By-Polls in West Bengal) ভোটগ্রহণ হয়। করিমপুর(Karimpur) বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী জয়প্রকাশ মজুমদারের ওপর হামলার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। করিমপুর ছাড়াও, খড়গপুর সদর, কালিয়াগঞ্জ বিধানসভা কেন্দ্রেও উপনির্বাচনের ভোটগ্রহণ হয়। টিভি ফুটেজে দেখা গিয়েছে, নদিয়ার ফিলপুলখোলা এলাকায় তাঁকে মারধর, লাথি মেরে ঝোপে ফেলে দিয়েছে দুষ্কৃতীরা। সোমবার রাজ্যের যে তিন বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের ভোটগ্রহণ হয়, তারমধ্যে রয়েছে উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ কেন্দ্র কালিয়াগঞ্জ। এই কেন্দ্রে লড়াই মূলত ত্রিমুখী, এখানে সিপিআইএম সমর্থিত কংগ্রেস প্রার্থী ধিতাশ্রী রায়, বিজেপি প্রার্থী কমলচন্দ্র সরকার এবং তৃণমূল প্রার্থী তপনদেব সিনহা।
খড়গপুর সদর কেন্দ্র গেরুয়া শিবিরের প্রার্থী প্রেমচন্দ্র ঝা, এখানে কংগ্রেস-সিপিআইএম প্রার্থী চিত্তরঞ্জন মণ্ডল এবং তৃণমূল প্রার্থী প্রদীপ সরকার। খড়গপুরের বিধায়ক দিলীপ ঘোষ লোকসভা নির্বাচনে জিতে যাওয়ায় এই কেন্দ্রটি ফাঁকা হয়।