Read in English
This Article is From Nov 28, 2019

West Bengal By-Polls Result Live Update: খড়্গপুর, করিমপুর ও কালিয়াগঞ্জে গেরুয়াকে ফিকে করে সবুজের ঝড়

সোমবার রাজ্যের তিন কেন্দ্রের উপনির্বাচনের(By-Polls in West Bengal) ভোটগ্রহণ হয়

Advertisement
অল ইন্ডিয়া Written by
নয়াদিল্লি:

সোমবার রাজ্যের তিন কেন্দ্রের উপনির্বাচনের(By-Polls in West Bengal) ভোটগ্রহণ হয়। করিমপুর(Karimpur) বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী জয়প্রকাশ মজুমদারের ওপর হামলার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। করিমপুর ছাড়াও, খড়গপুর সদর, কালিয়াগঞ্জ বিধানসভা কেন্দ্রেও উপনির্বাচনের ভোটগ্রহণ হয়। টিভি ফুটেজে দেখা গিয়েছে, নদিয়ার ফিলপুলখোলা এলাকায় তাঁকে মারধর, লাথি মেরে ঝোপে ফেলে দিয়েছে দুষ্কৃতীরা। সোমবার রাজ্যের যে তিন বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের ভোটগ্রহণ হয়, তারমধ্যে রয়েছে উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ কেন্দ্র কালিয়াগঞ্জ। এই কেন্দ্রে লড়াই মূলত ত্রিমুখী, এখানে সিপিআইএম সমর্থিত কংগ্রেস প্রার্থী ধিতাশ্রী রায়, বিজেপি প্রার্থী কমলচন্দ্র সরকার এবং তৃণমূল প্রার্থী তপনদেব সিনহা।

করিমপুরের বিধায়ক মহুয়া মৈত্র লোকসভার সাংসদ হয়ে যাওয়ায় আসনটি ফাঁকা হয়। এখানে সিপিআইএম-কংগ্রেস জোটপ্রার্থী গোলাম রাব্বি, বিজেপি প্রার্থী জয়প্রকাশ মজুমদার, জোড়াফুলের প্রার্থী বিমলেন্দু সিংহ রায়। 

খড়গপুর সদর কেন্দ্র গেরুয়া শিবিরের প্রার্থী প্রেমচন্দ্র ঝা, এখানে কংগ্রেস-সিপিআইএম প্রার্থী চিত্তরঞ্জন মণ্ডল এবং তৃণমূল প্রার্থী প্রদীপ সরকার। খড়গপুরের বিধায়ক দিলীপ ঘোষ লোকসভা নির্বাচনে জিতে যাওয়ায় এই কেন্দ্রটি ফাঁকা হয়।  

Nov 28, 2019 14:01 (IST)
পিটিআই থেকে প্রাপ্ত খবরানুসারে, খড়্গপুর সদর থেকে তৃণমূল কংগ্রেসের প্রদীপ সরকার ২০,৭৮৮ ভোটে জয়লাভ করেছেন।  
Nov 28, 2019 12:13 (IST)
কালিয়াগঞ্জ উপনির্বাচন কেন্দ্র থেকে ২৩০৪ ভোটে জয়ী তৃণমূল প্রার্থী
Nov 28, 2019 11:57 (IST)
সর্বশেষ প্রাপ্ত খবর অনুসারে তিনটি কেন্দ্রেই এগিয়ে আছে তৃণমূল।খড়্গপুর বিজেপি-র দীলিপ ঘোষের দখলে থেকেও, সেখানে দেখা গেছে মহা চমক, এগিয়ে এগিয়ে তৃণমূল প্রার্থী প্রদীপ সরকার। অন্যদিকে করিমপুর ও কালিয়াগঞ্জ থেকেও এগিয়ে আছেন তৃণমূল প্রার্থী। 
Nov 28, 2019 10:51 (IST)
খড়্গপুরে মহা চমক, এগিয়ে তৃণমূলের প্রদীপ সরকার 
Nov 28, 2019 09:55 (IST)
উত্তরা খন্ডের একটি আসনে চলছে উপনির্বাচন, শেষ পাওয়া খবরানুসারে পিথোরাগড় থেকে এগিয়ে আছে চন্দ্র পন্থ 
Advertisement
Nov 28, 2019 09:50 (IST)
খড়্গপুর থেকে এগিয়ে বিজেপির প্রেম চন্দ্র ঝাঁ 
Nov 28, 2019 09:49 (IST)
করিমপুর থেকে এগিয়ে তৃণমূলের বিমলেন্দু সিনহা রায় 
Nov 28, 2019 09:48 (IST)
কালিয়াগঞ্জ থেকে এগিয়ে বিজেপি-র কমল চন্দ্র সরকার 
Nov 28, 2019 09:22 (IST)
খড়্গপুরে এগিয়ে আছেন কংগ্রেসের চিত্তরঞ্জন মণ্ডল



Advertisement