This Article is From Jul 03, 2020

দৃষ্টিহীন কিশোরীর 'অন্ধা ধুন'-এ মাত এআর রহমান! ভাইরাল করলেন ভিডিও

এই ভিডিও ভাইরাল হতেই কোবরা ছবির প্রযোজকরা সাহানা বাড়ি যান। তাঁকে গান রেকর্ডিং স্টুডিও উপহার দিয়েছেন তাঁরা

দৃষ্টিহীন কিশোরীর 'অন্ধা ধুন'-এ মাত এআর রহমান! ভাইরাল করলেন ভিডিও

দু'চোখেই আঁধার। তাও দু'হাত দিয়ে পিয়ানো বাজিয়ে ভাইরাল এই কিশোরী।

এ যেন বাস্তবের অন্ধা ধুন। দু'চোখেই দৃষ্টি নেই। তারপরেও সঙ্গীত মূর্চ্ছনায় অন্যদের ঘায়েল করতে সপ্রতিভ কিশোরী সাহানা নরেন (Blind Girl with Piano on Rehman composition)। তার পিয়ানো শুনে টুইটারে ভিডিও পোস্ট করতে বাধ্য হয়েছেন সঙ্গীত পরিচালক এআর রহমান (AR Rehman on the girl) তামিল ছবি কোবরায় রহমান পরিচালিত থুম্বি থুল্লাল গানের সুর বাজিয়ে সাড়া ফেলে দিয়েছেন এই কিশোরী। শারীরিক প্রতিবন্ধকতা নিয়েও দু'টি পিয়ানোয় এই গান বাজিয়ে এখন ভাইরাল (Viral music of Rehman) তাঁর অন্ধা ধুন। সেই ভিডিও টুইট করে রহমান লেখেন, "মিষ্টি! সাহানার এই গান এখন সবাই শুনছেন।"
দেখুন সেই টুইট:

এদিকে, সাহানার টুইট অ্যাকাউন্ট তাঁর মা দেখাশোনা করেন। এআর রহমানের থেকে প্রশংসা পেয়ে তিনি লেখেন, "আপনাকে অনেক ধন্যবাদ। রহমান স্যার, আমরা এই দিনের অপেক্ষাই করছিলাম। আপনার এই প্রশংসায় আমরা কৃতজ্ঞ, নীরব।" পাশাপাশি এই ভিডিও ভাইরাল হতেই কোবরা ছবির প্রযোজকরা সাহানা বাড়ি যান। তাঁকে গান রেকর্ডিং স্টুডিও উপহার দিয়েছেন তাঁরা। এটাও ওই কিশোরীর মা টুইটে জানান।

গান শুনে উচ্ছ্বসিত নেটিজেনরা। দেখুন তাঁদের কমেন্ট:

Click for more trending news


.