This Article is From Jun 13, 2020

লকডাউনে গৃহবন্দী অভিনেত্রী, কাটছে না সময়! কী করলেন দেখুন

Viral Tiktok Video: এই ভিডিও-তে তাঁকে ''তুমহি হো বন্ধু সখা তুমহি হো'' গানটিতে মন খুলে নাচতে দেখা যাচ্ছে

লকডাউনে গৃহবন্দী অভিনেত্রী, কাটছে না সময়! কী করলেন দেখুন

করোনা ভাইরাসের ভয়ে প্রায় সারা পৃথিবী এখন গৃহবন্দী।বাইরে গেলেই হতে পারে সংক্ৰমিত, সেই ভয়ে সাধারণ মানুষ থেকে সেলেবরা সকলেই চার দেওয়ালের মধ্যেই কাটাচ্ছেন জীবন। তবে ভয় বা বন্দিদশা কোনও মানুষের কাছ থেকে তাঁর সৃজনশীলতাকে কেড়ে নিতে পারে না।  এই ভিডিও টি বোধহয় তার জ্বলন্ত দৃষ্টান্ত। নিজের ফেসবুক একাউন্টে অভিনেত্রী সন্দীপ্তা শেয়ার করেছেন একটি টিকটক ভিডিও। এই ভিডিও-তে তাঁকে ''তুমহি হো বন্ধু সখা তুমহি হো'' গানটিতে মন খুলে নাচতে দেখা যাচ্ছে।  

দেখুন অভিনেত্রীর শেয়ার করা সেই ভিডিও:   

এই ভিডিও-তে তাঁকে জ্যাকেট ও ট্র্যাকস্যুট পরে নাচতে দেখা যাচ্ছে। ১৬ সেকেন্ডের এই ভিডিও-টি নেট বিশ্বে আলোড়ন ফেলে দিয়েছে। ১.১ মিলিয়ন শেয়ার ও ১.৫ মিলিয়ন মন্তব্য দেখা গেছে ভিডিও-টি ঘিরে। চারদিন আগে শেয়ার কার এই ভিডিও টি ৭৫ মিলিয়ন লাইকস পেয়েছে।

.