This Article is From Jun 13, 2020

দিনে একশোবার পাউট করেন করিনা! কেন, দেখুন ছবিতে

সেই ছবিতে কালো জিম গিয়ারে বেশ মোহময়ী লাগছে করিনাকে

দিনে একশোবার পাউট করেন করিনা! কেন, দেখুন ছবিতে

এই ছবি পোস্ট করেছেন করিনা। (সৌজন্য kareenakapoorkhan)

হাইলাইটস

  • নিজের শরীরচর্চার ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন করিনা কাপুর খান
  • পাউট পোজে সেই ছবি। কেন; পোস্টে লিখেছেন বেবো
  • ওয়ার্কআউট পাউট ট্রেন্ড করিনার হাতেই বলিউডে প্রবেশ করেছে
মুম্বই:

বলিউডে পাউট কুইন (Pout Queen Kareena) হিসেবে খ্যাতি আছে করিনা কাপুর খানের। স্বাস্থ্য সচেতন এই অভিনেত্রী যখন অবসর পান শরীরচর্চা করেন। আর দিনে ১০০টি পাউট পোজে ফটো সেশন বাধ্যতামূলক। তাঁর সাম্প্রতিক ইনস্টাগ্রাম পোস্টে এমনটাই উল্লেখ। এ প্রসঙ্গে উল্লেখ্য; তৈমুরের জন্মের পর এক বছরের মধ্যে জিরো ফিগারে ফিরেছেন করিনা। তাঁর এই প্রচেষ্টা অনেক বলিউড অভিনেত্রীর ঈর্ষার কারণ। সে কথা প্রকাশ্য স্বীকার করেন বেবোর ঘনিষ্ঠ বন্ধু মালাইকা অরোরা আর অমৃতা আরোরা। এবার শনিবার ওয়ার্ক আউটের একটা ছবি পোস্ট করেন করিনা। সেই পোস্ট ঘিরে জোর চর্চা নেট দুনিয়ায় (Viral Workout Post)।

সেই পোস্টে করিনা লেখেন; "আমি মনে করি আমার সঙ্গে ঠোঁটও যথেষ্ট পরিশ্রম করে। তাই আমি দিনে ১০০টি করে পাউট করি।" এমন রসিক মন্তব্যে পাল্টা প্রতিক্রিয়া জানাতে ভোলেননি মালাইকা আরোরা আর অমৃতা আরোরা। সেই ছবিতে কালো জিম গিয়ারে বেশ মোহময়ী লাগছে করিনাকে। দেখুন সেই পোস্ট:

গত সপ্তাহের ওয়ার্কআউট পোস্টে করিনা লিখেছিলেন, প্রিয় মেদ, মরার জন্য তৈরি হও। 

Dear fat, prepare to die... .Xoxo, me.

A post shared by Kareena Kapoor Khan (@kareenakapoorkhan) on

দেখুন করিনা কাপুর খানের শরীরচর্চার ছবিগুলো:

শেষবার আংরেজি মিডিয়াম ছবিতে ইরফান খানের সঙ্গে অভিনয় করতে দেখা গিয়েছে করিনা কাপুরকে। তাঁর আগামি ছবি আমির খানের সঙ্গে লাল সিং চাড্ডা আর করণ জোহরের তখত। 

.