This Article is From Mar 16, 2020

কিম্ভূত এক জীব দেখে উত্তাল সোশ্যাল, বলুন তো কী?

তবে সবাই একবাক্যে স্বীকার করেছেন, প্রকৃতির খেয়ালে সৃষ্ট এমন জীব।

কিম্ভূত এক জীব দেখে উত্তাল সোশ্যাল, বলুন তো কী?

এ কে! এটা কী গো?

'সিং নেই তবু নাম তার সিংহ, ডিম নয় তবু অশ্বডিম্ব' শুনে 'গায়ে লাগে ছ্যাঁকা' এবং 'ভ্যাবাচ্যাকা' খান তো? তেমনই কাণ্ড ঘটেছে সোশ্যাল জুড়ে। ভারতীয় অরণ্য দফতরের (Indian Forest Services) এক আধিকারিক প্রবীণ কাসওয়ান (Parveen Kaswan) একটি ভিডিও সম্প্রতি শেয়ার করেছেন। সেখানে কিম্ভূত চেহারার এক প্রাণিকে ধীরে ধীরে একটি গাছে চড়তে দেখা গেছে। প্রাণিটি পোকা না অন্য কিছু! বোঝা যায়নি ভিডিও দেখে। পাতলা হাড় দিয়ে তৈরি জীবটি ভীষণ আস্তে আস্তে গাছ বেয়ে উঠছিল। 

এক কানেই বাজিমাত, সোশ্যাল উত্তাল 'এককর্ণ'কে দেখে!

ভিডিও শেয়ার করে প্রবীণ লিখেছেন, হলফ করে বলতে পারি এমন প্রাণি কখনও দেখেনি কেউ। ভিডিওটি তুলেছেন Maria Chacon। কাসওয়ানের ভিডিও ইতিমধ্যেই ভাইরাল।

৪৪ সেকেন্ডের ক্লিপটি ইতিমধ্যে মাইক্রোব্লগিং প্ল্যাটফর্মে ৩,২০০ বারেরও বেশি বার দেখা হয়েছে। মন্তব্য পড়েছে প্রচুর। সাবই জানতে চেয়েছেন, প্রাণিটি কী?

একজন লিখেছেন, "আমরা অন্যান্য পোকার কীটপতঙ্গ এবং পাতার পোকামাকড় সহ এই পোকার ফটোগ্রাফ দেখেছি - তবে এখনও পর্যন্ত এর সম্পর্কে আমাদের কোনও ধারণা হয়নি। ভারী অদ্ভুত!" 

"এটা কি?" প্রশ্ন অন্যজনের। তৃতীয় জন জানতে চেয়েছেন: "এমন প্রাণী কখনও দেখিনি ... এর নাম কী?"

তবে সবাই একবাক্যে স্বীকার করেছেন, প্রকৃতির খেয়ালে সৃষ্ট এমন জীব।

Click for more trending news


.