This Article is From Aug 19, 2018

আজ রাজ্যে আসছে বাজপেয়ীর চিতাভস্ম

প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত অটলবিহারী বাজপেয়ীর চিতাভস্ম আজ দিল্লি থেকে রাজ্যে আনা হচ্ছে। তারপর মঙ্গলবার সেটি গঙ্গাসাগরে ভাসিয়ে দেবে রাজ্য বিজেপি।

আজ রাজ্যে আসছে বাজপেয়ীর চিতাভস্ম

বাজপেয়ীর মৃত্যুর পর স্মরণ সভা করার পরিকল্পনাও রয়েছে রাজ্য বিজেপির।

কলকাতা:

 

প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত অটলবিহারী বাজপেয়ীর চিতাভস্ম আজ দিল্লি থেকে রাজ্যে আনা হচ্ছে। তারপর মঙ্গলবার সেটি গঙ্গাসাগরে ভাসিয়ে দেবে রাজ্য বিজেপি।

প্রাক্তন প্রধানমন্ত্রীর চিতাভস্ম  দেশের বিভিন্ন নদীতে ভাসানোর কর্মসূচি নিয়েছে বিজেপি। সে মতো এ রাজ্যেও পালিত হচ্ছে কর্মসূচি। এখন দিল্লিতেই আছেন কয়েকজন রাজ্য নেতা। তাঁরাই  ফিরবেন চিতাভস্ম নিয়ে।                   

এদিকে,  বাজপেয়ীর মৃত্যুর পর স্মরণসভা করার পরিকল্পনাও রয়েছে রাজ্য বিজেপির। আর সেই মঞ্চ ঘিরে ধরা পড়তে পারে রাজনৈতিক সৌজন্যের ছবি। ওই অনুষ্ঠানে উপস্থিত থাকার আমন্ত্রণ পেতে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাছাড়া অন্য দলের নেতারাও থাকতে পারেন স্মরণ সভায়। বাজপেয়ীর সঙ্গে  মমতার সম্পর্ক বরাবরই খুব ভালো। প্রাক্তন প্রধানমন্ত্রীর অসুস্থতার খবর শুনেই দিল্লি রওনা দেন মমতা। শেষকৃত্যে হাজির ছিলেন তৃণমূলের দুই প্রথমসারির নেতা। এবার স্মরণ সভাতেও আমন্ত্রিত হতে চলেছেন তিনি। কিন্তি আদৌ সেই আমন্ত্রণ তিনি গ্রহণ করবেন কিনা তা এখনও স্পষ্ট হয়। তৃণমূলের তরফ থেকে স্পষ্ট কোনও উত্তর পাওয়া যায়নি।  

বেশ কয়েক মাস আগে মৃত্যু হয় আরেক প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও জনপ্রিয় কংগ্রেস নেতা প্রিয়রঞ্জন দাশমুন্সির। তাঁর স্মরণ সভার মঞ্চও হয়ে উঠেছিল রাজনৈতিক সৌজন্যের আদর্শ উদাহরণ। এবার প্রয়াত অটলবিহারী বাজপেয়ীর স্মরণসভা ঘিরে সমস্ত বিবাদমান পক্ষ এক মঞ্চে আসে কিনা সেটাই দেখার।

এদিকে লোকসভার প্রাক্তন স্পিকার সোমনাথ চট্টোপাধ্যায়ের মৃত্যু হয়েছে দিন কয়েক আগে। তাঁরও স্মরণ সভা আয়োজনের উদ্যোগ নেওয়া হচ্ছে। সেখানেও আমন্ত্রণ পেতে পারেন তৃণমূল সুপ্রিমো।



(এনডিটিভি এই খবর সম্পাদিত করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে.)
.