This Article is From Aug 15, 2019

স্বাধীনতা দিবসের প্রাক্কালে ভারতীয়দের জন্য বিশেষ ইমোজি নিয়ে এল টুইটার

এর আগে লাল কেল্লা, জাতীয় পতাকা ইত্যাদি ইমোজি গত কয়েক বছরে উপহার দিয়েছে টুইটার। এবার তারা নিয়ে এল অশোক চক্র।

Advertisement
অল ইন্ডিয়া Edited by (with inputs from IANS)

বৃহস্পতিবার ৭৩তম স্বাধীনতা দিবস পালিত হবে সারা দেশ জুড়ে।

বৃহস্পতিবার ৭৩তম স্বাধীনতা দিবসের (73rd Independence Day) প্রাক্কালে বুধবার টুইটার (Twitter) প্রকাশ করল অশোক চক্রের (Ashoka Chakra) ইমোজি (emoji)। এই ইমোজি ১৮ আগস্ট পর্যন্ত পাওয়া যাবে। ইংরেজি ছাড়াও অন্য ভাষাতেও পাওয়া যাবে এই ইমোজি। যথা- হিন্দি, তামিল, কন্নড়, মালয়ালম, তেলুগু, পাঞ্জাবি, মারাঠি, গুজরাতি, বাংলা ও ওড়িয়া। টুইটার ইন্ডিয়া-র ‘সিনিয়র ম্যানেজার পাবলিক পলিসি' শাগুফতা কামরান বলেন, ‘‘বছরের পর বছর ধরে টুইটার ইমোজি আমাদের ব্যবহারকারীদের কাছে প্রকাশের এক মিডিয়াম হয়ে উঠেছে। এর থেকে অনুপ্রাণিত হয়েই আমরা এনেছি এই বিশেষ চিহ্ন যা ভারতীয়দের কাছে গুরুত্বপূর্ণ।''

আইটিবিপির জওয়ান গাইলেন "সন্দেশে আতে হ্যায়", পেলেন কিরেন রিজিজুর প্রশংসা

তিনি আরও বলেন, ‘‘আমরা বিশ্বাস করি, এই স্বাধীনতা দিবস ইমোজি ভিন্ন ভাষা, সংস্কৃতি ও সময়রেখার সমস্ত ভারতীয়দের অনুরণিত করবে। ওই ঐতিহাসিক দিনকে উদযাপনের আরও এক নতুন উপায় এনে দেবে।''

Advertisement

পৃথিবী জুড়ে ছড়িয়ে থাকা ভারতীয়রা টুইটারে স্বাধীনতা দিবস নিয়ে আলোচনায় অংশগ্রহণ করতে পারবে ও এই ইমোজির মাধ্যমে উদযাপন করতে পারবে #IndiaIndependenceDay ও #IDayIndia এই দু'টি হ্যাশট্যাগ ব্যবহার করে।

গভীর রাতে পৃথিবীর কক্ষপথ পার করে ফেলল চন্দ্রযান-২, অপেক্ষা চাঁদের মাটি ছোঁয়ার

Advertisement

অশোক চক্র হল জাতীয় পতাকায় ব্যবহৃত ২৪টি ‘স্পোক' বিশিষ্ট চক্র। এই নিয়ে পঞ্চমবার স্বাধীনতা দিবসে ইমোজি তৈরি করল টুইটার।

এর আগে লাল কেল্লা, জাতীয় পতাকা ইত্যাদি ইমোজি গত কয়েক বছরে উপহার দিয়েছে তারা। এবার তারা নিয়ে এল অশোক চক্র।



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
Advertisement