This Article is From Sep 17, 2018

রাজ্য সরকারের উদ্যোগে ট্রমা সেন্টার খুলছে এসএসকেএম হাসপাতালে

10 তলার এই ট্রমা সেন্টার তৈরি করতে প্রায় 20 কোটি টাকা খরচ হবে। রাজ্যের ছ’টি মেডিক্যাল কলেজ ও হাসপাতালেই ট্রমা সেন্টার (Trauma Care Centre) খোলা রাজ্য সরকারের মূল লক্ষ্য।

রাজ্য সরকারের উদ্যোগে ট্রমা সেন্টার খুলছে এসএসকেএম হাসপাতালে

SSKM-এ ১০ তলার এই Trauma Care Centre তৈরি করতে প্রায় ২০ কোটি টাকা খরচ হবে।

কলকাতা:

রাজ্য সরকারের উদ্যোগে এবার ট্রমা সেন্টার (Trauma Care Centre) খোলা হচ্ছে এসএসকেএম হাসপাতালে (SSKM)। চলতি বছরের শেষের দিকে চালু হবে এই ট্রমা সেন্টারটি। আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের পর এটি হতে চলেছে রাজ্যের দ্বিতীয় ট্রমা সেন্টার।

এআইটিসির অফিসিয়াল ওয়েবসাইট সূত্রে জানা গেছে, দুর্ঘটনায় নিউরো-সার্জিকাল ও অর্থোপেডিক অস্ত্রোপচার এবং অন্যান্য এমার্জেন্সি পরিষেবা পাওয়া যাবে এই ট্রমা কেন্দ্রে (Trauma Care Centre)। মাথায় গুরুতর আঘাতের চিকিৎসাও (অস্ত্রোপচারের আগে ও পরে) এই ট্রমা সেন্টারে করা যাবে বলে জানা গেছে।

10 তলার এই ট্রমা সেন্টার তৈরি করতে প্রায় 20 কোটি টাকা খরচ হবে। রাজ্যের ছ’টি মেডিক্যাল কলেজ ও হাসপাতালেই ট্রমা সেন্টার (Trauma Care Centre) খোলা রাজ্য সরকারের মূল লক্ষ্য। এই (SSKM) মেডিক্যাল কলেজ ও হাসপাতালগুলিতে সারা বছরই বহু রোগী ভর্তি হয়, তাতে উপকৃত হবেন অনেকে। 

.