This Article is From Mar 08, 2019

"কতগুলো আসন থেকে লড়াই করব, তা বড় ইস্যু নয়", কুমারস্বামীর গলায় আপসের সুর

রাহুল গান্ধীর সঙ্গে তাঁর বাবা এইচ ডি দেবগৌড়ার বৈঠকের পর ঠিক হয়েছিল, তাঁরা লড়াই করবেন মোট ন'টি আসনে

রাহুল গান্ধীর সঙ্গে কুমারস্বামী একটি বৈঠক করে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চলেছেন।

হাইলাইটস

  • জনতা দল সেকুলার আটটি আসনে লড়তে চলেছে, জানাল দলীয় সূত্র
  • কুমারস্বামীর সঙ্গে রাহুল গান্ধীর একটি বৈঠকের পর চূড়ান্ত সিদ্ধান্ত হবে
  • এর আগে দেবগৌড়া জানান আসন থেকে জয় কতটা নিশ্চিত তা নিয়ে চিন্তিত রাহুল
নিউ দিল্লি:

কর্নাটকের মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামী শুক্রবার সাফ জানালেন, জোটের মূল লক্ষ্য লোকসভা নির্বাচনে 'যত বেশি সম্ভব আসন জেতা' এবং তাঁর দল এই ব্যাপারটি নিশ্চিত করার জন্য শেষতক যাবে। তিনি আজ বলেন, "কত বেশি আসন থেকে আমরা লড়াই করব, সেটা বড় ব্যাপার নয়"। ওয়াকিবহালমহল তাঁর এই বয়ানকে সুর আরও একধাপ নরম করার লক্ষণ হিসেবেই দেখছে। দলীয় সূত্রে জানা গিয়েছে, এইচ ডি কুমারস্বামীর দল জনতা দল সেকুলার কর্নাটকে লোকসভা নির্বাচনে আটটি আসন থেকে লড়াই করবে বলে জানা যাচ্ছে। গত বুধবার কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর সঙ্গে তাঁর বাবা এইচ ডি দেবগৌড়ার বৈঠকের পর ঠিক হয়েছিল, তাঁরা লড়াই করবেন মোট ন'টি আসনে।  অন্যদিকে, জনতা দল সেকুলার আগে জানিয়েছিল তারা এই লোকসভা নির্বাচনে মোট বারোটি আসন থেকে লড়াই করতে চায়। বাস্তবে দেখা যাচ্ছে তাঁদের লড়াই করার আসনসংখ্যা তার থেকে কম হতে চলেছে। 

রাহুল গান্ধীর সঙ্গে বৈঠকের পর এনডিটিভিকে এইচ ডি দেবগৌড়া বলেছিলেন, কোন কোন আসন থেকে নিশ্চিত জয় আসতে পারে, তা নিয়েই বেশি ভাবছেন কংগ্রেস সভাপতি। এবং, তার ওপর নির্ভর করেই আসনবন্টন প্রক্রিয়াটি চালানো হবে। রাজ্যের ২৮'টি আসনের মধ্যে জনতা দল সেকুলার লড়াই করতে পারে ৯'টি বা ১০'টি আসন থেকে। বাকি আসনগুলো থেকে লড়াই করবে কংগ্রেস। যারা জনতা দল সেকুলারকে এর আগে মাত্র ছ'টি আসন দিতে চেয়েছিল। রাহুল গান্ধীর সঙ্গে কুমারস্বামী একটি বৈঠক করে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চলেছেন।

.