This Article is From Nov 19, 2018

নির্বাচনের প্রচারের মাঝে বিশেষ যজ্ঞ করলেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী

গত সপ্তাহে  ‘শুভ সময়' দেখে মনোনয়ন পত্র জমা দেন কেসিআর। তার আগে মন্দিরে গিয়ে প্রার্থনাও করতে দেখা যায় তাঁকে

নির্বাচনের প্রচারের মাঝে বিশেষ যজ্ঞ করলেন তেলেঙ্গানার  মুখ্যমন্ত্রী

সিদ্দিপেটে কেসিআরের বাড়ির এই কর্মসূচি ঘিরে  কর্মী সমর্থকদের  মধ্যে  উৎসাহের  সঞ্চার হয়েছিল।

হাইলাইটস

  • রবিবার নিজের ফার্ম হাউজে বিশেষ যজ্ঞ করলেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী
  • এমনিতেই ধর্মীয় রীতিনীতি পালনের ব্যাপারে অনেকের থেকেই এগিয়ে তিনি
  • পরিবারের সদস্য ছাড়াও দলের নেতা কর্মীরা পুজোয় অংশ নেন
হায়দরাবাদ:

নির্বাচনের প্রচারের মাঝে রবিবার নিজের ফার্ম হাউজে বিশেষ যজ্ঞ করলেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর রাও। এমনিতেই ধর্মীয়  রীতিনীতি  পালনের ব্যাপারে অনেকের থেকেই এগিয়ে রয়েছেন চন্দ্রশেখর। সেই মতো রবিবার  পুজোয়  বসলেন তিনি। পরিবারের সদস্য ছাড়াও দলের নেতা  কর্মীরা পুজোয় অংশ নেন। আর  যজ্ঞ শেষ করেই নির্বাচনী  প্রচারে  ঝাঁপিয়ে  পড়েন তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতির প্রধান। ডিসেম্বরের সাত তারিখ এক দফায় ভোট  হবে এ রাজ্যে। সিদ্দিপেটে কেসিআরের বাড়ির এই কর্মসূচি ঘিরে  কর্মী সমর্থকদের  মধ্যে  উৎসাহের  সঞ্চার হয়েছিল। সরকারি সূত্রে বলা হচ্ছে  রাজা শ্যামলা যজ্ঞ, চন্ডী যজ্ঞ  সহ আরও কয়েকটি ধর্মীয় উপাচার পালন  করেন কেসিআর।            

 

6n8imetg

 

কৃষিজীবী কেসিআরের সম্পত্তির পরিমাণ 22 কোটি টাকা কিন্তু গাড়ি নেই তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর                                                     

দীর্ঘ  সময় ধরে  চলে পুজোর উপাচার। শেষ হয়  সোমবার সকাল  ১১ টা বেজে ১১ মিনিটে। 

flplnkdg

সরকারি তরফে দাবি রাজ্যের মঙ্গল কামনাতেই যোগ্য  করেন কেসিআর। উন্নয়নের যে সমস্ত কাজ শুরু  হয়েছে  সেগুলি যাতে  নির্দিষ্ট সময়ে  শেষ হয় এবং তার ফল যাতে নাগরিকদের কল্যাণে লাগে সে জন্যই  যজ্ঞ করেন কেসিআর।                         

 

qcjikq3o

গত সপ্তাহে  ‘শুভ সময়' দেখে মনোনয়ন পত্র জমা দেন কেসিআর। তার আগে মন্দিরে গিয়ে প্রার্থনাও করতে দেখা যায় তাঁকে।     

.