This Article is From Jul 13, 2020

জয়পুরে মুখ্যমন্ত্রী অশোক গেহলটের ২ ঘনিষ্ঠের বাড়িতে আয়কর হানা

(Income Tax Raid: গেহলটের অনুগামী বলে পরিচিত রাজীব অরোরা এবং ধর্মেন্দ্র রাঠোরের বাড়িতেই ওই আয়কর হানা হয়েছে

জয়পুরে মুখ্যমন্ত্রী অশোক গেহলটের ২ ঘনিষ্ঠের বাড়িতে আয়কর হানা

Income Tax Raid: জয়পুরে অশোক গেহলট ঘনিষ্ঠ দুই কংগ্রেস নেতার বাড়িতে আয়কর হানা চালানো হয়

হাইলাইটস

  • অশোক গেহলটের দুই অনুগামীর বাড়িতে হঠাৎই আয়কর হানা
  • এমনিতেই বিক্ষুব্ধ শচীন পাইলটকে নিয়ে বিড়ম্বনায় রাজস্থান কংগ্রেস
  • যদিও পাইলটের বিদ্রোহ বিপদে ফেলতে পারবে না রাজস্থান সরকারে, উঠেছে দাবি
জয়পুর/নয়া দিল্লি:

রাজস্থানের (Rajasthan) মুখ্যমন্ত্রী অশোক গেহলটের (Ashok Gehlot) ২ ঘনিষ্ঠের জয়পুরের বাড়িতে অভিযান চালালেন আয়কর দফতরের আধিকারিকরা। জানা গেছে, গেহলটের অনুগামী বলে পরিচিত রাজীব অরোরা এবং ধর্মেন্দ্র রাঠোরের বাড়িতেই ওই আয়কর (Income Tax Raid) হানা হয়েছে। রবিবার দিনভর রাজস্থান সরকারের অন্দরমহলে উপ-মুখ্যমন্ত্রী শচীন পাইলটকে নিয়ে চাপানউতোর চলে। কেননা কংগ্রেসের বিরুদ্ধে প্রকাশ্যেই বিদ্রোহ ঘোষণা করেন তিনি। ফলে গতকাল (রবিবার) গভীর রাতেই ঘর গোছাতে বৈঠকে বসে রাজস্থানের শাসক দল। বৈঠকের পরে জানানো হয় যে, রাজস্থান সরকারের কাছে যথেষ্ট সমর্থন আছে, তাই কোনওরকম সঙ্কটের মেঘ তাঁদের উপর ঘনায়নি। এরপরেই বিনা মেঘে বজ্রপাত। রাজস্থান কংগ্রেসের সহ-সভাপতি রাজীব অরোরা এবং হেভিওয়েট নেতা ধর্মেন্দ্র রাঠোরের বাসভবনে অভিযান চালায় ভারতীয় আয়কর দফতর।

"বিজেপিতে যাচ্ছি না", তাঁকে নিয়ে তুমুল জল্পনার মধ্যেই জানালেন শচীন পাইলট

এর আগে রাজস্থানে সরকার ফেলে দেওয়ার চেষ্টায় বিধায়ক কেনাবেচার অভিযোগে মামলা দায়ের করে অশোক গেহলট সরকারের স্পেশাল অপারেশনস গ্রুপ৷ এর পর থেকেই উত্তপ্ত হয়ে ওঠে রাজস্থানের রাজনীতির আঙিনা৷ জানা গেছে, স্পেশাল অপারেশনস গ্রুপের দায়ের করা এফআইআর-এ তাঁর দিকে অভিযোগের তির থাকায় ক্ষুব্ধ হন শচীন পাইলট এবং তারপরেই গেহলটের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন তিনি৷ 

উত্তর দিনাজপুরের বাজারে ঝুলন্ত অবস্থায় মিলল বিজেপি বিধায়কের দেহ, খুন বলে দাবি দলের

২০০ আসন বিশিষ্ট রাজস্থান বিধানসভায় নির্বাচনের পর কংগ্রেসের ঝুলিতে আসে ১০৭টি আসন, সরকার গড়ার সময় ১২ জন নির্দল বিধায়কের সমর্থনও যায় কংগ্রেসের পক্ষেই। এছাড়াও রাষ্ট্রীয় লোকদল, সিপিএম, এবং ভারতীয় ট্রাইব্যাল পার্টি অশোক গেহলটকে সমর্থন জানায়। 

.