This Article is From Jul 13, 2020

"বিজেপিতে যাচ্ছি না", তাঁকে নিয়ে তুমুল জল্পনার মধ্যেই জানালেন শচীন পাইলট

অথচ আগেই পাইলট জানান যে, সোমবার রাজস্থান কংগ্রেসের ডাকা বৈঠকে তিনি যোগ দেবেন না, এমনকী তাঁর সঙ্গে দলের ৩০ জন বিধায়কের সমর্থন আছে বলেও দাবি করেন তিনি

Rajasthan Congress: শচীন পাইলট দাবি করেন যে, তাঁর সঙ্গে ৩০ জন দলীয় বিধায়কের সমর্থন রয়েছে

হাইলাইটস

  • কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিচ্ছেন শচীন পাইলট, তৈরি হয় জল্পনা
  • সোমবার এনডিটিভিকে পাইলট জানান যে তিনি বিজেপিতে যোগ দিচ্ছেন না
  • ১০৯ জন কংগ্রেস বিধায়কের সমর্থন আছে বলে দাবি করলো রাজস্থান সরকার
জয়পুর:

কংগ্রেসের বিরুদ্ধে প্রকাশ্যে বিদ্রোহে ঘোষণাকারী রাজস্থানের উপ-মুখ্যমন্ত্রী শচীন পাইলট NDTV-কে জানিয়েছেন, তিনি "বিজেপিতে যোগ দিচ্ছেন না"। রবিবার থেকেই এই জল্পনা জোরদার হয় যে, তিনি (Sachin Pilot) কংগ্রেস শিবির ছেড়ে গেরুয়া শিবিরে যাচ্ছেন। এমনকী সোমবার বিজেপি (BJP) সভাপতি জে পি নাড্ডার সঙ্গে বৈঠক করতে পারেন কংগ্রেসের (Congress) ওই তরুণ তুর্কী, এই খবরও ছড়ায়। জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার মতোই বিক্ষুব্ধ শচীন পাইলটও, রবিবার দিনভর এই জল্পনা নিয়ে বিভিন্ন মহলে আলোচনা চলে। সোমবার সকাল সাড়ে ১০টায় বৈঠকে বসছে রাজস্থান কংগ্রেস (Rajasthan Congress)। সেই জল্পনাই আরও জোরদার হয় যখন ৩০ জন বিধায়কের সমর্থন তাঁর সঙ্গে আছে এই দাবি করা শচীন পাইলট জানিয়ে দেন যে, তিনি কংগ্রেসের এই বৈঠকে যোগ দিচ্ছেন না। যদিও দলের তরফ থেকে সব বিধায়কদের ওই বৈঠকে হাজির হওয়ার জন্যে হুইপ জারি করা হয়।

জয়পুরে মুখ্যমন্ত্রী অশোক গেহলটের ২ ঘনিষ্ঠের বাড়িতে আয়কর হানা

এদিকে শচীন পাইলটের বিদ্রোহে দল গোছাতে ব্যস্ত হয়ে পড়ে রাজস্থান কংগ্রেস। জয়পুরে অশোক গেহলটের বাসভবনে এক বৈঠকের পর গভীর রাতে রাজস্থানের কংগ্রেস মুখপাত্র অবিনাশ পান্ডে জানান, "সোনিয়া গান্ধি এবং রাহুল গান্ধিকে উদ্দেশ্য করে লেখা একটি চিঠিতে দলের মোট ১০৯ বিধায়ক মুখ্যমন্ত্রী অশোক গেহলটের নেতৃত্বে রাজস্থান সরকারের প্রতি তাঁদের আস্থা ও সমর্থনের কথা জানিয়ে স্বাক্ষর করেছেন। পাশাপাশি আরও কয়েকজন বিধায়ক মুখ্যমন্ত্রীর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন এবং তাঁরা একথাও জানিয়েছেন যে তাঁরাও সমর্থন জানিয়ে ওই চিঠিতে স্বাক্ষর করবেন"।

একদিনে আরও ২৮,৭০১ জন করোনা রোগীর সন্ধান মিলল, দেশে মোট আক্রান্ত ৮.৭৮ লক্ষ

২০০ আসন বিশিষ্ট রাজস্থান বিধানসভায় নির্বাচনের পর কংগ্রেসের ঝুলিতে আসে ১০৭টি আসন, সরকার গড়ার সময় ১২ জন নির্দল বিধায়কের সমর্থনও যায় কংগ্রেসের পক্ষেই। এছাড়াও রাষ্ট্রীয় লোকদল, সিপিএম, এবং ভারতীয় ট্রাইব্যাল পার্টি অশোক গেহলটকে সমর্থন জানায়। এদিকে রাজস্থান মুখ্যমন্ত্রী দাবি করেছেন, দলের বিধায়কদের নাকি শিবির বদলের জন্য মাথা পিছু ১৫ কোটি টাকার প্রস্তাব দিয়েছে বিজেপি।

এদিকে ভারতীয় জনতা পার্টির তরফ থেকে জানানো হয়েছে যে, রাজস্থানের পরিস্থিতির দিকে খুব কাছ থেকে নজর রাখছে তাঁরা। গুঞ্জন উঠেছে, শচীন পাইলট নাকি বিজেপি সভাপতি জে পি নাড্ডার সঙ্গে বৈঠক করবেন। এই বৈঠকের সম্ভাবনার কথা অস্বীকার করেননি পাইলট ঘনিষ্ঠরাও।

.