This Article is From Mar 22, 2019

২২ দিনে পড়ল এসএসসি শিক্ষক নিয়োগের দাবিতে চলা ধরণা, হুঁশ নেই কর্তৃপক্ষের

এসএসসি যুব-ছাত্র অধিকার মঞ্চের ব্যানারের অধীনে ২৮ ফেব্রুয়ারি থেকে মেয়ো রোডে ধরণা চালিয়ে যাওয়ায় অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন।

২২ দিনে পড়ল এসএসসি শিক্ষক নিয়োগের দাবিতে চলা ধরণা, হুঁশ নেই কর্তৃপক্ষের

২২ দিনে পড়ল এসএসসি শিক্ষক নিয়োগের দাবিতে চলা ধরণা

কলকাতা:

আজ ২২ দিনে পড়ল শিক্ষক নিয়োগের দাবিতে পড়ুয়াদের অনির্দিষ্ট আন্দোলন ও ধরণা ( indefinite dharna)। অবিলম্বে স্কুলে শিক্ষক নিয়োগের দাবিতে প্রায় ২০০ জন শিক্ষার্থী এই শহরে টানা ২২ দিন ধরে অনির্দিষ্টকাল ধরণা চালিয়ে নিয়ে যাচ্ছেন। সারা রাজ্য থেকে আসা আন্দোলনকারীদের দাবি, বিপুলসংখ্যক শিক্ষকের পদ খালি রয়েছে কিন্তু কর্তৃপক্ষ কিছুতেই যাবতীয় প্রয়োজনীয় যোগ্যতা থাকা সত্ত্বেও তাঁদের নিয়োগের জন্য ইন্টারভিউতে ডাকছেন না। আন্দোলনকারীরা জানিয়েছেন, শত শত প্রার্থী স্কুল সার্ভিস কমিশন (School Service Commission (SSC) (এসএসসি) নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন এবং গত কয়েক বছর ধরে তাঁদের নাম কেবলই ওয়েটিং লিস্টে রয়েছে। 

এসএসসি যুব-ছাত্র অধিকার মঞ্চের (SSC Yuva-Chhatra Adhikar Manch) ব্যানারের অধীনে ২৮ ফেব্রুয়ারি থেকে মেয়ো রোডে ধরণা চালিয়ে যাওয়ায় অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন। ডেঙ্গু ও ব্লাড ডিসেন্ট্রি সহ নানা রোগে অসুস্থ হয়ে পড়ছেন একের পর এক মানুষ। তবে শূন্যপদ পূরণ না হওয়া পর্যন্ত তাঁদের আন্দোলন থামবে না বলেই চলেছেন তাঁরা।

রায়গঞ্জের অর্পিতা দাস ও বীরভূমের সুবোধ হালদারকে বুধবার ধরণা মঞ্চ থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলে জানিয়েছেন এসএসসি যুব ছাত্র অধিকার মঞ্চের একজন মুখপাত্র। বুধবার মঞ্চের পক্ষ থেকে একটি গণ সম্মেলনের আয়োজন করা হয় যেখানে চলচ্চিত্র নির্মাতা অনীক দত্ত, অভিনেতা বাদশা মৈত্র সহ অনেকেই শিক্ষক নিয়োগে বিলম্বের জন্য রাজ্য সরকারের সমালোচনা করেন। আরএসএসের ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদও (এবিভিপি) এই বিষয়টিতে সরকারকে আক্রমণ করেছে।

শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Education Minister Partha Chatterjee) এই মাসের শুরুতেই বিক্ষোভরত শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাত করেন এবং তাঁদের বিক্ষোভ প্রদর্শন প্রত্যাহারের আবেদন জানিয়েছিলেন। তবে শুধু আশ্বাস পেয়েই ধরণা তুলে নিতে রাজি হননি পড়ুয়ারা। পরে শিক্ষামন্ত্রী জানান, যোগ্য প্রার্থীদের কেউই বঞ্চিত হবেন না।



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
.