This Article is From Feb 12, 2020

নির্বাচন পরবর্তী হিংসা! আপ বিধায়কের গাড়ি লক্ষ্য করে গুলি, নিহত স্বেচ্ছাসেবক

AAP Worker Ashok Mann Killed: বিধায়ক নরেশ যাদবের সঙ্গেই ছিলেন অশোক মান নামে ওই আপ কর্মী, দিল্লি নির্বাচনে জয়ের পর মন্দিরে পুজো দিয়ে ফিরছিলেন তাঁরা

দিল্লি নির্বাচনে জয়ের পর মন্দিরে পুজো দিয়ে ফিরছিলেন আপ বিধায়ক Naresh Yadav

হাইলাইটস

  • দিল্লিতে নির্বাচন পরবর্তী হিংসার ঘটনায় ব্যাপক উত্তেজনা
  • মেহরুলির আপ বিধায়কের গাড়ি লক্ষ্য করে চলল গুলি
  • একজন আপ কর্মী নিহত, আহত আরও এক, তবে অক্ষত রয়েছেন বিধায়ক
নয়া দিল্লি:

মঙ্গলবারই দিল্লি (Delhi) বিধানসভা নির্বাচনে রাজধানীর মানুষের বিপুল সমর্থন পেয়ে ফের ক্ষমতায় অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বাধীন আম আদমি পার্টি (Aam Aadmi Party)। কিন্তু নির্বাচনের ফল ঘোষণা হতে না হতেই সেখানে ছড়াল হিংসা। মেহরুলির আপ বিধায়ক নরেশ যাদবের (Naresh Yadav) কনভয় লক্ষ্য করে চলল গুলি, আর সেই গুলিতে মৃত্যু হল এক আপ কর্মী স্বেচ্ছাসেবকের (AAP Worker Ashok Mann Killed)। আহত হয়েছেন আরও এক দলীয় কর্মী। যদিও বিধায়কের কোনও ক্ষতি হয়নি বলে খবর। জানা গেছে, বিধায়ক নরেশ যাদবের সঙ্গেই ছিলেন অশোক মান নামে ওই আপ কর্মী, দিল্লি নির্বাচনে জয়ের পর মঙ্গলবার মন্দিরে পুজো দিয়ে গভীর রাতে ফিরছিলেন তাঁরা, সেই সময়েই ঘটে ওই ঘটনা।

আপের অফিসিয়াল হ্যান্ডেল থেকে টুইট করা হয়: "মন্দির থেকে ফেরার পথে আপ বিধায়ক নরেশ যাদব এবং তাঁর সঙ্গে থাকা স্বেচ্ছাসেবীদের লক্ষ্য করে গুলি চালানো হয়। গুলিবিদ্ধ হয়ে তখনই একজন আপ কর্মীর মৃত্যু হয়েছে এবং আরও একজন গুরুতর আহত হয়েছেন।"

Delhi Election Results 2020: দিল্লির মসনদে ফের আম আদমি-ই, ৭০ আসনে ৬২টিতে জয়

"আপ বিধায়ক নরেশ যাদবের কনভয়ে হওয়া ওই হামলায় স্বেচ্ছাসেবক অশোক মান মারা গেছেন। আজ আমরা আমাদের পরিবারের একজনকে হারিয়েছি। তাঁর আত্মা শান্তিতে থাকুক", বলা হয়েছে ওই টুইটে।

পুলিশের তরফ থেকে জানানো হয়েছে যে, ওই ঘটনার পরিপ্রেক্ষিতে এফআইআর নথিভুক্ত করেছে তাঁরা, গুলি চালানোর পেছনের উদ্দেশ্য জানার জন্যে তদন্ত করা হচ্ছে।

মঙ্গলবার রাত সাড়ে দশটা নাগাদ নরেশ যাদব দক্ষিণ দিল্লির কিশানগড় গ্রামের একটি মন্দির থেকে একটি হুড খোলা গাড়িতে করে ফিরছিলেন, তাঁর সঙ্গে কিছু কর্মী ও সমর্থকও ছিলেন। সেই সময়েই অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা তাঁর গাড়ি লক্ষ্য করে গুলি চালায়। নরেশ যাদব বলেন, সেই সময় ওই অঞ্চলে জয়ের আনন্দে ব্যাপক আতশবাজি পোড়ানো হচ্ছিল, তাই প্রাথমিকভাবে অনেকেই গুলি চালানোর শব্দকেও আতশবাজিই ভেবেছিল, পরে বোঝা যায় তাঁর কনভয়ে হামলা হয়েছে। বুঝতে পেরেই আপ বিধায়ককে অন্য গাড়িতে সরিয়ে নিয়ে যাওয়া হয়।

Delhi Election Result: "আম আদমি"র জয় জয়কার, জিতলেন মণীশ সিসোদিয়া

ঘটনার পর আতঙ্কিত নরেশ যাদব। "ঘটনাটি সত্যিই দুর্ভাগ্যজনক। আমি এই হামলার কারণ কিছুই বুঝতে পারছি না। প্রায় ৪ রাউন্ড গুলি চালানো হয়। আমি যে গাড়িতে ছিলাম সেটি লক্ষ্য করেই আক্রমণ করা হয়েছিল। আমি নিশ্চিত যে পুলিশ সঠিকভাবে তদন্ত করলে আক্রমণকারীকে সনাক্ত করতে সক্ষম হবে তাঁরা" সংবাদ সংস্থা এএনআইকে জানিয়েছেন ওই আপ বিধায়ক। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখারও পরামর্শ দিয়েছেন তিনি।

ঘটনার পরেই বিষয়টি নিয়ে ট্যুইট করেন আপ সাংসদ সঞ্চয় সিং। তিনি লেখেন "মেহরুলির বিধায়ক নরেশ যাদবের উপর হামলা হল...দিল্লির আইনশৃঙ্খলা পরিস্থিতি এতটাই ভয়ঙ্কর যে নির্বাচনের ফলাফল প্রকাশের দিনেই বিধায়কের সঙ্গীকে খুন হতে হল"। 


 

.