This Article is From Nov 17, 2018

মহাকাশ থেকে স্ট্যাচু অফ ইউনিটিকে কেমন লাগে দেখুন

৫৯৭ ফুট উচ্চতার স্ট্যাচু অফ ইউনিটি, ভারতের লৌহমানব সর্দার বল্লভভাই প্যাটেলের ওই মূর্তির ছবি স্কাই ল্যাবের আমেরিকান কমস্টিলেশন অফ স্যাটেলাইট থেকে প্রকাশিত হয়েছে।

মহাকাশ থেকে স্ট্যাচু অফ ইউনিটিকে কেমন লাগে দেখুন

স্যাটেলাইটের সেই ছবি

নিউ দিল্লি:

একটি আমেরিকার কোম্পানি মহাকাশ থেকে বিশ্বের সবথেকে বড় স্ট্যাচুর ছবি তুলল। ৫৯৭ ফুট উচ্চতার স্ট্যাচু অফ ইউনিটি, ভারতের লৌহমানব সর্দার বল্লভভাই প্যাটেলের ওই মূর্তির ছবি স্কাই ল্যাবের আমেরিকান কমস্টিলেশন অফ স্যাটেলাইট থেকে প্রকাশিত হয়েছে।

ছবিটি টপ অ্যাঙ্গেল থেকে নেওয়া। কাছেই নর্মদা নদী।

প্রসঙ্গত ২০১৭ সালে ভারতীয় স্পেশ রিসার্চ অর্গানাইজেশন ওয়ার্ল্ড রেকর্ড করেছিল ১০৪টি স্যাটেলাইট এক সঙ্গে ছেড়ে। ৮৮টি আর্থ ইমেজিং ডোভ স্যাটেলাইট ছাড়া হয়েছিল আমেরিকার কোম্পানি পিএসএলভি থেকে।

সর্দার বল্লভভাই প্যাটেলের মূর্তি ৩১ অক্টোবর গুজরাতের কেভদিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ মোদীর হাতে উন্মোচিত হয়।

মূর্তিটির উচ্চতা ১৭৭ ফুট। যা চিনের স্প্রিং টেম্পল বুদ্ধের থেকেও উঁচু। আগে এটিই ছিল সর্বোচ্চ মূর্তি। মূর্তিটি নিউ ইয়র্কের স্ট্যাচু অফ লিবার্টির দ্বিগুণ বড়। এটি বানাতে খরচ হয়েছে ২৯৮৯ কোটি টাকা।

Click for more trending news


.